Jeet: সুখবর দিলেন জিৎ! দ্বিতীয় বার বাবা হতে চলেছেন অভিনেতা, শেয়ার করলেন ফটোশ্যুটের ছবি
Jeet Second Baby: সুখবর দিতেই কমেন্টে শুভেচ্ছার বন্যা। অঙ্কুশ হাজরা, নুসরত জাহান, মিমি চক্রবর্তী থেকে শুরু করে সাহেব ভট্টাচার্য, ফলক রশিদ রায়, ওম সাহানি, সৌরভ দাস এমনকী শুভেচ্ছা জানিয়েছেন সোনু নিগমও।
কলকাতা: বুধবার সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন অভিনেতা জিৎ (Jeet)। দ্বিতীয় সন্তান আসতে চলেছে কোলে। মা হতে চলেছেন মোহনা মদনানি (Mohna Madnani)। 'প্রেগন্যান্সি শ্যুট'-এর ছবি পোস্ট করে দিলেন সুখবর।
দ্বিতীয় বার বাবা হতে চলেছেন জিৎ
এদিন ফটোশ্যুটের ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ প্রয়োজন।' জিতের মেয়ের বয়স ১১ বছর। দুটি পোস্ট করেছেন জিৎ। দ্বিতীয় পোস্টের ক্যাপশনে রাখলেন খানিক মশকরাও।
এক ফ্রেমে তারকা বাবা, মেয়ে ও মা। নীল রঙের থিম পোশাকে সেজেছেন তিনজনেই। হয়েছে বিশেষ 'ম্যাটার্নিটি শ্যুট'। দেখা গেল মোহনার বেবি বাম্পও। ক্যাপশন ও ছবি দুই থেকে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় সন্তার ভূমিষ্ঠ হতে বিশেষ দেরি নেই।
View this post on Instagram
এই খবর প্রকাশ্যে আসতেই টলিউড প্রেমীরা দিন গুনছেন দুই তারকা সন্তানের আগমনের। কিছুদিন আগেই দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছেন তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার সেই তালিকায় যুক্ত হলেন জিৎ ও মোহনা। অন্যদিকে দিন কয়েক আগেই পরিবারে দ্বিতীয় সন্তান এসেছে গায়ক অনীক ধরের। তাঁরও প্রথম সন্তান মেয়ে। এবার কোলে এসেছে পুত্র সন্তান। সম্প্রতি প্রথম সন্তান এসেছে তারকা জুটি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষের কোলে। কিছুদিনের মধ্যেই ডেলিভারি হবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও।
View this post on Instagram
আরও পড়ুন: Tiger 3 Teaser Out: আপনারাই বলুন আমি গদ্দার না দেশভক্ত? ‘টাইগার ৩’-র টিজারে প্রশ্ন রাখলেন সলমন
সুখবর দিতেই কমেন্টবক্সে শুভেচ্ছার বন্যা। অঙ্কুশ হাজরা, নুসরত জাহান, মিমি চক্রবর্তী থেকে শুরু করে সাহেব ভট্টাচার্য, ফলক রশিদ রায়, ওম সাহানি, সৌরভ দাস এমনকী শুভেচ্ছা জানিয়েছেন সোনু নিগমও। শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial