এক্সপ্লোর
Advertisement
শ্যুটিং চলাকালে গাড়িতে ধাক্কা, জখম টলি অভিনেতা জিৎ
ব্যাঙ্কক: ‘বস ২’-এর শ্যুটিং-এর জন্য এইমহূর্তে তাইল্যান্ডে রয়েছেন অভিনেতা জিৎ। ছবির বেশকিছু দৃশ্যের শ্যুটিং হচ্ছে সেখানে। ছবির অন্যতম নায়িকা নুসরত ফারিয়াও গিয়েছেন শ্যুটিংয়ের জন্যে।
শুক্রবার পাটায়ায় ‘বস ২’ ছবির একটি চেজ সিকোয়েন্সের শ্যুটিং চলছিল। এই দৃশ্যে চলন্ত গাড়ির উপরে জিৎ-এর ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। সাধারণত এধরনের দৃশ্যে স্টান্টম্যান ব্যবহার করা হয়। কিন্তু, জিৎ স্টান্টম্যান নয়, অ্যাকশন দৃশ্যের শ্যুটিং নিজে করতেই বেশি পছন্দ করেন।
চিত্রনাট্য মেনে গাড়ি ছুটতে শুরু করেছিল। কিন্তু, গোলমাল বাধে গাড়িটি যখন জিৎ-কে এড়িয়ে বাঁক নিতে যায়। সেই সময়ে গাড়ির পিছনের অংশে দৌড়তে থাকা জিৎ-এর কোমরের ডান দিকে আঘাত লাগে। কিছুটা শূন্যে উঠে ঘটনাস্থলেই আছাড় খেয়ে পড়েন জিৎ।
আঘাত নিয়ে চিকিৎসকের কাছেও গিয়েছিলেন অভিনেতা। আপাতত তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। এই ঘটনায় টালিগঞ্জের বহু অভিনেতা উদ্বেগপ্রকাশ করে জিৎকে টুইটও করেন।
এরপর পাল্টা আজ একটি টুইট করে জিৎ সকলকে খোঁজখবর নেওয়ার জন্যে ধন্যবাদও জানিয়েছেন।
জিৎ নিজেই জানিয়েছেন গাড়ির ওপর তাঁর ঝাপানোর সময় এবং গাড়ির বাঁক নেওয়ার সময় না মেলাতেই এই দুর্ঘটনাটি ঘটে।Good morning! Thank you all for your concern.. your love and prayers will heal the pain faster. Have a Good day!!
— Jeet (@jeet30) March 11, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement