Sobhita Dhulipala: লাল রেশমের শাড়িতে ‘পেল্লি কুথুরু’ হল শোভিতার, লাজে রাঙা নববধূ
Sobhita Dhulipala Marriage: আজ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন শোভিতা। সেখানে দেখা যাচ্ছে, লাল ভারি পাড়ের শাড়ি পরেছেন তিনি
কলকাতা: বুধবার, অর্থাৎ আগামী ৪ ডিসেম্বর নাগা চৈতন্যের (Naga Chaitanya) সঙ্গে নতুন জীবন শুরু করবেন শোভিতা ধূলিপালা (Sobhita Dhulipala)। মাঝে আর দুটো দিন মাত্র। তবে ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। বিভিন্ন আয়োজন, রীতিনীতি পালন করা হচ্ছে পরিবারের মধ্যে। আর সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ার করে নিচ্ছেন শোভিতা। তাঁর পরিবারের রীতি মেনেই বিয়ে হবে নাগা চৈতন্যের সঙ্গে।
আজ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন শোভিতা। সেখানে দেখা যাচ্ছে, লাল ভারি পাড়ের শাড়ি পরেছেন শোভিতা। সঙ্গে বাজুবন্ধ থেকে শুরু করে টিকলি, চোকার, ভারি দুল.. সবই পরেছিলেন তিনি। বাঙালিদের গায়ে হলুদের অনুষ্ঠানের মতোই এদিন শোভিতার পায়ে হলুদ লাগানো হয়। তাঁর কপালে এঁকে দেওয়া হয় হলুদের ফোঁটা। আরতি করে আশীর্বাদ করেন বড়রা। হাতে তুলে দেওয়া হয় কাচের লাল চুড়ি। এই অনুষ্ঠানের নাম, ‘পেল্লি কুথুরু’। সোশ্যাল মিডিয়ায় খুশির ছবি শেয়ার করে নিয়েছেন শোভিতা নিজেই।
নাগা চৈতন্য আগেই জানিয়েছিলেন, তিনি একেবারে একান্তে বিয়ে সারতে চান। শোনা গিয়েছিল তিনি নাকি বিয়ের স্বত্ত্ব বিক্রি করে দেবেন ওটিটি সংস্থায়। এই কাজ আগেই করেছিলেন নয়নতারা। আর এবার নাকি সেই পথে হাঁটবেন নাগা ও শোভিতাও। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই নাগা জানিয়েছেন তিনি নাকি এমন কিছু করবেন না। পরিবারের আশীর্বাদ নিয়ে, গুরুজনের সম্মতিতে একেবারে একান্তে বিয়েটা করতে চান তিনি।
তবে শোভিতার পরিবারের তরফ থেকে পালিত হচ্ছে সমস্ত অনুষ্ঠানই। এর আগে শোভিতার পরিবারের তরফ থেকেই আয়োজন করা হয়েছিল, ‘গোডুমা রায়ি পাসুপু দঞ্চদাম’ অনুষ্ঠানের। অনেকটা বাঙালিদের হলুদ কোটা অনুষ্ঠানের মতোই নিয়ম এই অনুষ্ঠানের। হলুদের সঙ্গে বিভিন্ন ভেষজ ও চন্দনও কুটেছিলেন তাঁরা। এটি নাকি যে কোনও শুভ উৎসব শুরু হওয়ার ইঙ্গিত বহন করে। ইতিমধ্য়েই ‘রাতা স্থাপনা’ এবং ‘মঙ্গলস্নানম’ হয়ে গিয়েছে। এরপরে বাকি রয়েছে মেহেন্দি ও বিয়ের অনুষ্ঠান। এখন সেইদিকেই তাকিয়ে অনুরাগীরা।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।