![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jeetu-Nabanita Updates: কী কাণ্ড! জিতুকে জোর করে ঠেলে ঠেলে 'শৌচালয়ে' পাঠাচ্ছেন নবনীতা!
Tollywood Celebrity Updates: এবার দুই তারকা যা করলেন, তাতে চোখ কপালে উঠছে নেটিজেনদের।
![Jeetu-Nabanita Updates: কী কাণ্ড! জিতুকে জোর করে ঠেলে ঠেলে 'শৌচালয়ে' পাঠাচ্ছেন নবনীতা! Jeetu kamal shares funny video with wife nabanita das, know in details Jeetu-Nabanita Updates: কী কাণ্ড! জিতুকে জোর করে ঠেলে ঠেলে 'শৌচালয়ে' পাঠাচ্ছেন নবনীতা!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/03/c59990a97b069fa26ea0a15fb6b17e391670084130541214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি জিতু কমল (Jeetu Kamal) এবং নবনীতা দাস (Nabanita Das)। নানা সময়ে তাঁরা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মজাদার সমস্ত ভিডিও পোস্ট করেন। তাঁদের সম্পর্কের রসায়নও নজরকাড়া। স্ত্রীর সঙ্গে নানা খুনসুটির রিল তৈরি করেন জিতু। কখনও লুচি আলুরদমের সঙ্গে নিজেদের তুলনা করেন। কখনও আবার হিন্দি গান কিংবা ডায়লগের সঙ্গে রিল তৈরি করেন। নেট দুনিয়ায় এই তারকা দম্পতির ভিডিও পছন্দও করেন অনুরাগীরা। তবে, এবার দুই তারকা যা করলেন, তাতে চোখ কপালে উঠছে নেটিজেনদের। জিতুকে জোর করে ঠেলে ঠেলে শৌচালয়ে পাঠাচ্ছেন নবনীতা। কেন?
জিতু - নবনীতার মজাদার ভিডিও-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন জিতু কমল। যেখানে দেখা যাচ্ছে, তাঁকে জোর করে শৌচালয়ে পাঠাচ্ছেন স্ত্রী নবনীতা। আসলে তাঁরা শাহরুখ খানের 'চেন্নাই এক্সপ্রেস' ছবির ট্রেনের মজাদার দৃশ্যের রিল তৈরি করেছেন। নেটিজেনরা হাসি চেপে রাখতে পারেননি দুই তারকার মজাদার ভিডিও দেখে। প্রসঙ্গত, ছোটপর্দা থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রেম । এখন বিবাহবন্ধনে আবদ্ধ তাঁরা । সোশ্যাল মিডিয়ায় হামেশাই একসঙ্গে ছবি শেয়ার করে নেন তাঁরা ।
">
আরও পড়ুন - Janhvi Kapoor: কত টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি কিনলেন জাহ্নবী? দাম জানলে চমকাবেন
">
অন্যদিকে, জিতু কমলকে শীঘ্রই দেখা যাবে টলিউড সুপারস্টার জিতের সঙ্গে 'মানুষ' ছবিতে। সদ্যই সেই ছবির ঘোষণা করেন জিৎ।
">
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)