Jeetu Kamal-Ditipriya Roy: হচ্ছে না নায়ক বদল, দিতিপ্রিয়ার বিপরীতে দেখা যাবে জিতু কমলকেই! সিদ্ধান্ত চূড়ান্ত
Jeetu Kamal and Ditipriya Roy Controversy: নায়ক বদল নয়। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা যাবে জিতু কমলকেই।

কলকাতা: যাবতীয় জল্পনার অবসান। সেটে লাগাতার বিতর্কের জেরে শোনা যাচ্ছিল নায়ক বদল হতে পারে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের। নায়িকা দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) -এর সঙ্গে মনোমালিন্যের জেরে নাকি ধারাবাহিক থেকে সরে যেতে পারেন জিতু কমল (Jeetu Kamal)। তাঁর বদলে দেখা যেতে পারে অন্য নায়ককে! এই তালিকায় কখনও উঠে এসেছে রণজয় বিষ্ণুর নাম তো কখনও উঠে এসেছে সাহেব ভট্টাচার্যের নাম। সবারই নজর ছিল যে, সত্যিই যদি জিতু এই ধারাবাহিক ছেড়ে দেন, তাহলে কে হবেন নতুন 'আর্য সিংহ রায়'? সোশ্যাল মিডিয়ায় জুড়ে রীতিমতো দাবি উঠেছিল যে নায়কের চরিত্র থেকে সরানো যাবে না জিতু কমলকে। এতদিন মুখে কুলুপ এঁটেই ছিলেন তিনি। তবে আজ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই খোলসা করে দিলেন সবটা।
নায়ক বদল নয়। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা যাবে জিতু কমলকেই। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়ে দিয়েছেন, ধারাবাহিকে আগের মতোই আর্য সিংহ রায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। পাশাপাশি তিনি জানিয়েছেন, দর্শক তাঁর ভগবান। সেই দর্শকদের কথা মাথায় রেখেই এই ধারাবাহিকে ফিরছেন তিনি। শুধু দর্শক নয়, জিতু জানিয়েছেন টেকনিশিয়ানদের কথা মাথায় রেখেও তাঁর ফেরার এই সিদ্ধান্ত। ছোটপর্দায় দীর্ঘদিন পরে একটি পুরুষ চরিত্র দর্শকদের মনে যে এতটা জায়গা করে নিয়েছে, দর্শকদের সেই ভালবাসাকে অবহেলা করতে চান না জিতু।
ঘটনার শুরু মাস কয়েক আগে। একদিন সন্ধেবেলা হঠাৎ সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে দিতিপ্রিয়া। তাঁর বিস্তারিত পোস্টের মূল অভিযোগ ছিল, তাঁর পর্দার নায়ক নাকি তাঁকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন। তিনি বিষয়টা নিয়ে দীর্ঘদিন চুপ করে ছিলেন, কিন্তু আর তা সম্ভব হচ্ছে না বলেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন তিনি। এই ঘটনায় নড়েচড়ে বসে সমাজমাধ্যম থেকে শুরু করে তামাম ভক্তকূল। ঠিক এর পরেরদিনই পাল্টা পোস্ট আসে, নায়ক অর্থাৎ জিতু কমলের তরফ থেকে। তিনি দিতিপ্রিয়ার সঙ্গে নিজের যাবতীয় চ্যাটের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট করে সমাজমাধ্যমে পোস্ট করে দেন। পাশাপাশি লেখেন, এই যাবতীয় স্ক্রিনশট দেখে যদি কারও মনে হয় যে তিনি আপত্তিকর কথা বলেছেন, তাহলে তিনি নিজেকে শুধরে নেবেন।
এরপরে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনুরাগীরা। কেউ জিতুর পাশে দাঁড়ান তো কেউ দিতিপ্রিয়ার পাশে। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষেরও শিকার হতে হয় দিতিপ্রিয়াকে। এর প্রভাব পড়ে শ্যুটিংয়ে। বেশ কয়েকদিন অনিয়মিত শ্যুটিং হওয়ার পরে আসরে নামে প্রযোজনা সংস্থা। তাঁরা নায়ক নায়িকার মধ্যে আলোচনা করে বিষয়টি মিটমাট করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেন। ফের শুরু হয় ধারাবাহিকের শ্যুটিং, নায়ক নায়িকা অভিযোগ পাল্টা অভিযোগের যাবতীয় পোস্ট মুছে ফেলেন সমাজমাধ্যম থেকে।
এরপরে আপাত দৃষ্টিতে সব ঠিকঠাকই চলছিল। দিতিপ্রিয়ার অস্ত্রোপচারের সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর সুস্থতা কামনা করেছিলেন জিতু। আবার নায়ক যখন অসুস্থ হয়েছিলেন, তখন সোশ্যাল মিডিয়ায় সুস্থতা কামনা করেছিলেন নায়িকা। তবে সমস্যা যা আদৌ মেটেনি, তা বোঝা গিয়েছে ধারাবাহিকের ফ্লোরে কান পেতেই। শোনা যাচ্ছে, ফের নাকি জিতু আর দিতিপ্রিয়ার মধ্যে সমস্যা শুরু হয়েছে। সূত্র বলছে, নায়িকা নাকি শর্ত দিয়েছেন, ঘনিষ্ট দৃশ্যে অভিনয়ের সময় নায়ক যেন তাঁকে স্পর্শ না করেন। এমনকি ধারাবাহিকের ফ্লোরে দেরি করে আসা নিয়েও অনেক অভিযোগ শোনা গিয়েছে। দিতিপ্রিয়া নিজে অবশ্য এই সমস্ত বিষয় এড়িয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট ও করেননি তিনি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত পোস্ট করেন জিতু।
অভিনেতা তাঁর পোস্টে লিখেছিলেন যে, দিতিপ্রিয়া তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, জিতু খুব খারাপ একজন মানুষ। মহিলা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার যোগ্য় নন। জিতু অসুস্থতার নাটক করেছিলেন। পাশাপাশি জিতু এই খবরেও সিলমোহর দিয়েছেন যে, দিতিপ্রিয়া তাঁর সঙ্গে শট দিতে রাজি নন। জিতু জানিয়েছেন, এই বিষয়গুলি তাঁকে মৌখিকভাবে জানানো হয়েছে। জিতুর কথায়, এবার সত্যিই আমি নিজেই প্রশ্নের মুখে পড়েছি। আমার কি কোনও আত্মসম্মান নেই? তাই আমিও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমার কারুর প্রতি বিশেষ কোনও অভিযোগ নেই।'
এরপরে নায়ক নায়িকার সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন প্রযোজনা সংস্থা। প্রাথমিকভাবে সমাধানসূত্র অধরা থাকলেও, অবশেষে বৃহস্পতিবার সন্ধে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল যে, নায়ক বদল হবে না। আর্য সিংহ রায়ের চরিত্রে দেখা যাবে জিতুকেই। বৃহস্পতিবার রাতে সেই কথাতেই সিলমোহর দিলেন নায়ক জিতু।






















