Jisshu Sengupta and Dev: বিচ্ছেদ নিয়ে জল্পনা, তার মধ্যেই যীশুর আফসোস, 'বিয়ে হল কেনে'! কী বলছেন দেব?
Jisshu Sengupta and Dev News: যীশুর সঙ্গে গলা মেলাচ্ছেন দেবও! কী বলছেন তাঁরা?
কলকাতা: তাঁদের মধ্যে বাস্তব জীবনে একজন বিবাহিত, অন্যজন নন। কিন্তু পর্দায় তাঁরা দুজনেই বিবাহিত, তাঁদের দুজনেরই স্ত্রী রয়েছেন। তবে তাঁরা পর্দায় কেন বলছেন, 'হায়রে বিয়ে হলো কেনে'!
আসলে এটা দেব (Dev) ও যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) আগামী ছবি 'খাদান'-এর একটি গান। গানটি আজই মুক্তি পেয়েছে। আর সেই গানে দেখা যাচ্ছে, একসঙ্গে নাচ করছেন দেব, যীশু, বরখা ও স্নেহাকে। গোটা গানেই তুলে ধরা হয়েছে একটি আসরের পরিবেশ। সেখানে সবাই একসঙ্গে নাচ করছেন, গান করছেন, জমিয়ে দিচ্ছেন আসর। আর সেই আসরেই বাজছে 'হায়রে বিয়ে হলো কেনে' গানটি।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে সমস্যার মধ্যে রয়েছে যীশু সেনগুপ্তের বৈবাহিক জীবন। শোনা যাচ্ছে, স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের সঙ্গে একসঙ্গে থাকছেন না তিনি। মা নীলাঞ্জনার সঙ্গেই থাকছেন দুই মেয়ে সারা ও জারা। অন্যদিকে যীশু কাজের জন্য বেশিরভাগ সময়টাই থাকছেন মুম্বইতে। আর এই পরিস্থিতির মধ্যেই বিয়ে নিয়ে মুক্তি পেল যীশুর নতুন সিনেমার নতুন গান। সেখানে নাকি আবার যীশু নাকি আফসোস করে বলছেন 'হায়রে বিয়ে হলো কেনে'! অন্যদিকে দেব এখনও বিবাহিত নন। পর্দায় অবশ্য তিনি জুটি বেঁধেছেন বরখার সঙ্গে। ১৪ বছর পরে ফের একসঙ্গে কাজ করছেন দেব ও বরখা। তাঁকে দেখা যাবে যমুনার চরিত্রে।
প্রসঙ্গত, তাঁদের বৈবাহিক সম্পর্কে যে ভাঙন ধরেছে, সেই খবর ছড়িয়ে পড়েছে ইতিমধ্য়েই। শোনা যাচ্ছে, আর এক ছাদের তলায় থাকছেন না যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) আর নীলাঞ্জনা (Nilanjana)। আপাতত মুম্বইতেই থাকছেন যীশু। অন্যদিকে কলকাতার বাড়িতেই, দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে থাকছেন নীলাঞ্জনা। নিজেদের বিচ্ছেদ সম্পর্কে মুখ খোলেননি কেউই। তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন নীলাঞ্জনা। দীপাবলিতেও দুই কন্যা সারা আর জারার সঙ্গে শুভেচ্ছা শেয়ার করে নিয়েছিলেন নীলাঞ্জনা।
অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই মুখ খোলেননি যীশু সেনগুপ্ত। তিনি সিদ্ধান্ত নিয়েছেন চুপ থাকারই। তাঁর ব্যক্তিগত জীবনে কী চলছে তাঁর তরফ থেকে কিছুই জানা যায়নি।
আরও পড়ুন: Raima on Father: 'তোমায় নিয়ে লিখতে গেলে শব্দ কম পড়বে', বাবা ভরতের কথা মনে করে বিলাপ রাইমার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।