'ঠান্ডা যুদ্ধ' চলছে অক্ষয় কুমারের সঙ্গে? মুখ খুললেন জন আব্রাহাম
২০১৯-এ ফের তাঁদের ছবি একইদিনে মুক্তির ঘোষণা হয়। অক্ষয় কুমারের 'মিশন মঙ্গল' এবং জন আব্রাহামের 'বাটলা হাউজ' একইদিনে মুক্তি পাওয়ায় দুই অভিনেতার মধ্যে তিক্ততা আরও বাড়ে।
মুম্বই: বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম (John Abraham) এবং অক্ষয় কুমার (Akshay Kumar)। 'গরম মশালা' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ারও করেছিলেন। কিন্তু বলিউডের আনাচে কানাচে কান পাতলেই তাঁদের মধ্যে চলা 'ঠান্ডা যুদ্ধ'র কথা শোনা যায়। সৌজন্য, একইসঙ্গে তাঁদের দুজনের ছবি মুক্তির দিন পড়ায়। শোনা যায়, ২০১৮-তে অভিনেতা জন আব্রাহামের 'সত্যমেব জয়তে' এবং অক্ষয় কুমারের 'গোল্ড' মুক্তি পায়। সেই সময় নাকি বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার জন আব্রাহামের উদ্দেশে কিছু তীর্যক মন্তব্যও করেন। এর মধ্যে দিয়েই তাঁদের সম্পর্কে তিক্ততা দেখা দেয়। ২০১৯-এ ফের তাঁদের ছবি একইদিনে মুক্তির ঘোষণা হয়। অক্ষয় কুমারের 'মিশন মঙ্গল' এবং জন আব্রাহামের 'বাটলা হাউজ' একইদিনে মুক্তি পাওয়ায় দুই অভিনেতার মধ্যে তিক্ততা আরও বাড়ে বলে শোনা যায়। সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে এই 'ঠান্ডা যুদ্ধ' প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল জন আব্রাহামকে।
করোনা পরিস্থিততির কারণে দীর্ঘদিন আটকে থাকার পর দীপাবলিতে মুক্তি পেয়েছে রোহিত শেট্টি পরিচালিত অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি 'সূর্যবংশী'। এই ছবিতে দুটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রণবীর সিংহ এবং অজয় দেবগনকে। ছবিটি মুক্তি পেতেই সিনেমাহলমুখী হতে দেখা গিয়েছে দর্শককে। ইতিমধ্যেই প্রায় ২০০ কোটির ক্লাবে পৌঁছতে চলেছে। মাত্র ৫ দিনের মধ্যেই 'সূর্যবংশী' একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। ফলে বক্স অফিস কালেকশনের দিক থেকে দারুণ ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে মাল্টিস্টারার ছবি 'সূর্যবংশী'। খুব শীঘ্রই মুক্তি পাবে জন আব্রাহামের আগামী ছবি 'সত্যমেব জয়তে টু'। জানা গিয়েছে, আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। নিজের আগামী ছবির প্রোমোশনে এসে জন আব্রাহামকে দেখা গেল অক্ষয় কুমার অভিনীত 'সূর্যবংশী'র প্রশংসা করতে। সম্পর্কের তিক্ততা কি তাহলে কমল?
আরও পড়ুন - সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণার পর নিজের জন্মদিনে বড় ঘোষণা নাগা চৈতন্যর
নিজের আগামী ছবি 'সত্যমেব জয়তে টু'-র গান প্রসঙ্গে জন আব্রাহাম বলেন, 'আমাদের ছবির গানগুলো খুবই ভালো তৈরি হয়েছে। সবকটা গানই ভালো। তবে আমার সবথেকে পছন্দের গান 'মেরি জিন্দেগী'। ছবির ব্যবসা থেকে নেট মাধ্যমে কতটা তা চলবে, সব কিছুই নির্ভর করে দর্শকের উপর। করোনা পরিস্থিতিতে যখন কোনও কিছুর উপর নিয়ন্ত্রণ ছিল না, 'সূর্যবংশী' সেই দরজাটা খুলে দিয়েছে। আশা করছি, আমাদের ছবিতেও দর্শক আসবেন এবং অবশ্যই বিনোদন পাবেন।'
সলমন খান, আয়ুষ শর্মা অভিনীত 'অন্তিম দ্য ফাইনাল ট্রুথ'-র সঙ্গে প্রায় একই সময়ে মুক্তি পাচ্ছে 'সত্যমেব জয়তে টু'। এই প্রসঙ্গে জন আব্রাহাম বলেন, 'আমার মনে হয় এখন যে পরিস্থিতি চলছে, তাতে অন্তত ৬টা মাস প্রতিটা ছবিকে ব্যবসা করার নির্দিষ্ট সময় দেওয়া দরকার। কিন্তু অনেকদিন ধরে আটকে থাকার ফলে এখন সেই সুযোগটাও নেই। তাই একদিনে বা একই সময়ে দুটো ছবি মুক্তি পাওয়া অস্বাভাবিক নয়।'