Katrina Kaif: হিন্দি বলতে পারেন না, অভিনয় ও কাঁচা! ক্যাটরিনাকে সিনেমা থেকে বাদ দিয়েছিলেন এই নায়ক!
Katrina Kaif News: বিয়ের পর থেকেই রূপোলি পর্দায় ক্যাটরিনার উপস্থিতি হাতে গোনা।

কলকাতা: মা হওয়ার পরে রুপোলি পর্দা থেকে অনেক দূরে তিনি, এমনকি সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত আর পোস্ট দেখা যায় না তাঁর। গোটা সময়টাই এখন পরিবারকে দিচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সদ্যই ক্যাটরিনা কইফের (Katrina Kaif)-এর একটি ছবি পোস্ট করেছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। সেখানে দেখা গিয়েছিল, নায়িকার মুখে সাজের চিহ্নমাত্র নেই। একেবারে সাদামাটা সাজেই অনুরাগীদের সামনে এসেছিলেন তিনি। আর তারপর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন, ক্য়াটরিনা কী তবে সিনেমার দুনিয়া থেকে একেবারেই দূরে সরে গেলেন?
বিয়ের পর থেকেই রূপোলি পর্দায় ক্যাটরিনার উপস্থিতি হাতে গোনা। এর আগে, সলমন খানের (Salman Khan) সঙ্গে কেবল একটি সিনেমাতেই দেখা গিয়েছিল তাঁকে। তবে এরপরে আর সিনেমায় দেখা যায়নি ক্যাটরিনাকে। অবশ্য ব্যবসা সংক্রান্ত কিছু পোস্ট করতে থাকেন ক্যাটরিনা। তবে সদ্যই প্রকাশ্যে এসেছে একটি ঘটনার কথা। ক্যাটরিনা যখন বলিউডে পা রেখেছিলেন, তখন তাঁর কোনও পূর্ব পরিচিতি ছিল না। একেবারেই নতুন হিসেবে পা রেখেছিলেন তিনি বলিউডে। সেই সময়ে ক্যাটরিনা হিন্দিতে সরগর ছিলেন না, সেই কারণে নাকি বাদ পড়তে হয়েছিল সিনেমা থেকে!
একটা সময়ে জন আব্রাহাম (John Abraham) মনে মতো কাজ পাচ্ছিলেন না বলে বিভিন্ন জায়গায় কথা বলেছেন। তিনি একটি পডকাস্টে বলেছিলেন, তিনি মনোমতো কাজ পাচ্ছিলেন না একটা সময়ে। তারপরে তিনি মনে করেন যে, প্রযোজনা করতে পারেন। জন মনে করেছিলেন, প্রযোজনা করলে তিনি হাত খুলে কাজ করতে পারবেন। এরপরে জন আব্রাহাম 'পরমাণু', 'ভিকি ডোনার' এবং 'বাটলা হাউস'-এর মতো ছবি প্রযোজনা করেছেন। সেই ছবিগুলি দর্শকদের মধ্যেও প্রশংসিত হয়েছে। তবে জন নাকি একবার একটি সিনেমা থেকে বাদ দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ-কে!
ক্যাটরিনা কাইফ আর জন আব্রাহামের একটি ছবিতে একসঙ্গে অভিনয় করার কথা ছিল। কিন্তু জন যখন অভিনয় করতে গিয়ে জানতে পারেন যে, ক্যাটরিনা নায়িকার ভূমিকায় অভিনয় করছেন, তখন তিনি সিনেমাতে অভিনয় করতে নারাজ হন। তিনি বলেন, ক্যাটরিনাকে ছবি থেকে বাদ দিতে। সেই সময়ে ক্যাটরিনা ভাল করে হিন্দি বলতে পারতেন না। অভিনয়েও অনেক ঘষামাজার দরকার ছিল। সেই কারণেই জন তাঁর সঙ্গে অভিনয় করতে চাননি। তবে জন বা ক্য়াটরিনা, কেউই নিজের মুখে এই ঘটনার কথা জানাননি। তবে শোনা যায়, ছবি থেকে বাদ পড়ার পরে নাকি খুব ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা।






















