Shah Rukh Khan: শাহরুখ নয়, 'ডর'-এ অভিনয়ের অফার প্রথমে গিয়েছিল আমির, অজয়ের কাছে!
Darr Unknown Stories: 'কেরিয়ারের মধ্যে যদি হাইলাইটস হিসেবে কয়েকটি ছবিকে আমায় বেছে নিতে হয়, তার মধ্যে 'ডর' অন্যতম', বলছেন জুহি
কলকাতা: পায়ে পায়ে ৩০ বছর পেরিয়ে গিয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan), জুহি চাওলা (Juhi Chowla) অভিনীত 'ডর' (Darr)। আর এই ছবির হাত ধরেই সেই সময়ে 'ন্যাশানাল ক্রাশ' হয়ে গিয়েছিলেন জুহি। ৩০ বছর পেরিয়ে, শাহরুখের সঙ্গে কাজ, 'ডর' ছবিটির সাফল্য নিয়ে কথা বললেন জুহি থুড়ি 'ক ক ক ক কিরণ'
'ডর' নিয়ে কথা বলতে গিয়ে এই ছবিকে, নিজের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন বলেছেন জুহি। তাঁর কথায়, 'কেরিয়ারের মধ্যে যদি হাইলাইটস হিসেবে কয়েকটি ছবিকে আমায় বেছে নিতে হয়, তার মধ্যে 'ডর' অন্যতম। এই ছবির আগে আমি যশরাজ চোপড়াজির সঙ্গে কাজ করেছিলাম 'চাঁদনি' তবে সেটা খুব ছোট। সেই সময়ে অবশ্যে কেরিয়ারে বেশ সদ্য সদ্যই পা রেখেছি আমি। বিনোদ খন্নাজীর বিপরীতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছিলাম আমি। সেই সময়ে আমি প্রথম যশরাজজীর পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। বড়জোর আড়াই দিনের কাজ ছিল সব মিলিয়ে। তবে সেই সময়ে আমি একেবারেই নতুন, তারপরেও যশরাজজী আমায় এমন একটা চরিত্রে কাস্ট করেছিলেন।'
জুহি বলছেন, 'প্রেম চোপড়াজীর প্রোডাকশনে আমি আয়না (Aaina) ছবিটায় কাজ করেছিলাম। প্রথমে আমি হানিজী ও তারপরে যশজীর সঙ্গে বসে ছবির চিত্রনাট্যটা শুনি। ছোট থেকে এই মানুষগুলোর কথা শুনে এসেছি। কিন্তু যখন আমি একজন অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করছি, তখন সেই মানুষগুলোই আমার সঙ্গে বসে রয়েছেন, চিত্রনাট্য নিয়ে আলোচনা করছেন কেমন যেন বিশ্বাস হত না। আমি যে সময়ে কাজ করেছি, তখন পরিচালক আর প্রযোজক একসঙ্গে বসে স্ক্রিপ্ট শুনবেন,সেটা নিয়ে আলোচনা করবেন, তারপরে ফ্লোরে যাবেন এই প্রথা ছিল না। কিন্তু আয়না আর ডর এই দুটি ছবি ফ্লোরে যাওয়ার আগেই আমি গোটা স্ক্রিপ্ট পেয়ে গিয়েছিলাম। সেি অভিজ্ঞতাটা বেশ ভাল। আমি সিলসিলা-র মতো ছবি দেখে বড় হয়েছি। আর তাই, যশজীর নায়িকা হওয়া আমার কাছে স্বপ্নের মতোই।'
অন্যদিকে, শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে জুহি বলেন, 'শাহরুখ এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিল। তবে প্রথমে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল আমিরের (Amir Khan)। সেই কথা শুনে ভীষণ খুশি হয়েছিলাম আমি কারণ তার আগে আমিরের সঙ্গে একাধিক ছবিতে কাজ করে ফেলেছি আমি। শাহরুখের চেয়ে সেই সময়ে আমিরের সঙ্গে কাজ করতে বেশি সাবলীল ছিলাম আমি। তারপরে আমি শুনলাম, কাজটি অজয় দেবগণ (Ajay Devgan) করছেন। সেটারও পরিবর্তন হয় পরে। অনেকজন নায়কের নাম শোনার পরে, আমি জানতে পারি ওই চরিত্রে শাহরুখ অভিনয় করছে। আমি কাজ শুরু করার আগে ভাবতেও পারিনি গোটা ছবিটা একটা এত ভাল অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে আমার কাছে।'
জুহি আরও বলছেন, 'সেই সময়ে আমার বয়স অনেক কম ছিল। সাফল্য পেয়েছিলাম, সেটা উদযাপনও করছিলাম। কিন্তু জীবনে কোনও লক্ষ্য ছিল না। শাহরুখের সঙ্গে মিশে আমি জীবনের ছোট ছোট খুশিগুলোকে উপভোগ করতে শিখি। এরপরে শাহরুখের সঙ্গে 'রাজু বন গ্যায়া জেন্টলম্যান' (Raju Ban Gaya Gentleman) ছবিতেও কাজ করেছি।'