Laapataa Ladies: 'লাপতা লেডিজ়'-এ অভিনয় করার কথা ছিল আমির পুত্র জুনেইদের, বাধা দেন কিরণ রাও!
Junaid Khan: আমির খান একবার প্রকাশ্যে এনেছিলেন যে 'লাল সিং চড্ডা' ছবিতে অভিনয় করার ইচ্ছা ছিল জুনেইদ খানের।
কলকাতা: ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন আমির খানের পুত্র জুনেইদ খান। 'মহারাজ' ওয়েব সিরিজের হাত ধরে তিনি অভিনয়ের দুনিয়ায় পা রেখেছেন। এই ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল ওটিটিতে, নেটফ্লিক্সে। কিন্তু জানেন কী, ওটিটির পর্দায় নয়, আমির খান পুত্রের প্রথম অভিনয় করার কথা ছিল বড়পর্দায়। 'লাল সিং চড্ডা' ছবিতে অভিনয় করার কথা ছিল জুনেইদ খানের। শুধু তাই নয়, কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিজ়'-এর মুখ্যভূমিকাতেও অভিনয় করার কথা ছিল জুনেইদ-এর। কিন্তু কেন এই দুটো ছবিতেই অভিনয় করা হয়নি জুনেইদ-এর। কী হয়েছিল? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই কথাই প্রকাশ্যে এনেছেন জুনেইদ।
আমির খান একবার প্রকাশ্যে এনেছিলেন যে 'লাল সিং চড্ডা' ছবিতে অভিনয় করার ইচ্ছা ছিল জুনেইদ খানের। তবে সেই ইচ্ছাপূরণ হয়নি তাঁর। 'লাল সিং চড্ডা' ছবির জন্য নাকি ৪ দিন ধরে মোট ২০ মিনিটের ফুটেজ শ্যুট করেছিলেন জুনেইদ। সেই ফুটেজে কিরণ রাও জুনেইদের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু পরে বাজেটের সমস্যার কারণে 'লাল সিং চড্ডা' ছবিতে অভিনয় করা হয়নি। সেই ছবির অফার এসে পৌঁছয় আমির খানের কাছে। তিনিই এই ছবিতে অভিনয় করেন। যদিও এই ছবিটি বক্সঅফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। এই ছবিতে আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন করিনা কপূর খান।
অন্যদিকে, 'লাপতা লেডিজ়' ছবিরও নাকি মুখ্যভূমিকায় অভিনয় করার কথা ছিল জুনেইদ খানের। তিনি এই ছবির জন্য স্ক্রিনটেস্টও দিয়েছিলেন। তবে জুনেইদ অডিশন দেওয়ার পরে কিরণ রাও বলেছিলেন, তাঁর থেকে এই চরিত্রের জন্য স্পর্শ শ্রীবাস্তব (Sparsh Shrivastava)-কে বেশি ভাল মানাবে। সেই কারণেই জুনেইদের আর অভিনয় করা হয়নি 'লাপতা লেডিজ়'-এ। তবে জুনেইদ বলেছিলেন, কিরণ রাও যে তাঁকে বাতিল করেছিলেন, সেই কারণে তাঁর ও কিরণ রাওয়ের সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। তাঁদের দুজনের মধ্যেই ভীষণ ভাল সম্পর্ক।
অন্যদিকে, ডেবিউ লিস্টের প্রথম সারিতে যে তিনজনের নাম করতেই হবে, তাঁরা হলেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল এবং প্রতিভা রান্টা। কিরণ রাও পরিচালিত ছবি 'লাপতা লেডিজ' (Laapata Ladies)-এ অভিনয় করে শোরগোল ফেলেছেন তিনজনেই। অভিনয় প্রতিভায় ওপেনিং ইনিংসেই তাঁরা সেঞ্চুরি করেছেন। দর্শকমহলের অনেক ভালবাসা কুড়িয়ে লাপতা লেডিজ অস্কারের দৌড়েও সামিল হয়েছিল।
আরও পড়ুন: Ritwick Sen: টলিউডে নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন ঋত্বিকা, আসছে নতুন ছবি 'মহরৎ'