Kacher Manush: রকে বসে, চায়ের ভাঁড় হাতে আড্ডা জমালেন দেব ইশা
Dev and Ishaa: এই বছরের পুজোয় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব অভিনীত 'কাছের মানুষ'। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি
কলকাতা: উত্তর কলকাতার আলো ছায়া মাখা রক, ভাঁড়ের চা আর আড্ডা। ছবিটা জুড়ে নস্ট্যালজিয়া। আর সেই নস্ট্যালজিয়া মাখলেন দেব (Dev) আর ইশা সাহা (Ishaa Saha)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), দেব (Dev) আর ইশা সাহা (Ishaa Saha) অভিনীত ছবি কাছের মানুষ (Kacher Manush) মুক্তি পাচ্ছে এই পুজোয়।
আগামীকাল মুক্তি পাবে এই ছবির ট্রেলার । তার আগে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে দেব-ইশার এক মিষ্টি ছবি। সেই ছবিতে উত্তর কলকাতার রক, চায়ের ভাঁড়ের মত নস্ট্যালজিয়া ধরা রয়েছে। ক্যাপশানে লেখা, 'উত্তর কলকাতার রক, আমি, তুমি আর আমাদের গল্পটা ।'
আরও পড়ুন: Haar Mana Haar: 'প্রেম আমার'-এর স্মৃতি ফিরিয়ে ১৩ বছর পরে ফের একসঙ্গে পর্দায় পায়েল সোহম
এই বছরের পুজোয় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব অভিনীত 'কাছের মানুষ'। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। গত বছর মহালয়ায় ছবির নাম ঘোষণা করা হয়। প্রথম মোশন পোস্টারে দেখা যায় রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা গিয়েছিল, লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব।
পথিকৃৎ বসু (Pothikrit Basu) পরিচালিত ছবির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের গ্রীষ্মে। তবে সেই তারিখ পিছিয়ে পরে পুজোর সময়ের কথা জানানো হয়। ছবিতে রয়েছেন ইশা সাহাও। ২৪ ফেব্রুয়ারি শেষ হয় 'কাছের মানুষ' ছবির শ্যুটিং। সেটে আনা হয় বিশাল কেক। সেদিন কেক কেটে শ্যুটিংয়ের শেষ দিন উদযাপন করা হয়।
View this post on Instagram