Kacher Manush: 'কাছের মানুষ' ইশা-প্রসেনজিৎ, দেবের নতুন ছবির পোস্টার প্রকাশ্যে
Kacher Manush Poster: এই বছরের পুজোয় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব অভিনীত 'কাছের মানুষ'। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
![Kacher Manush: 'কাছের মানুষ' ইশা-প্রসেনজিৎ, দেবের নতুন ছবির পোস্টার প্রকাশ্যে Kacher Manush: Kacher Manush new poster released, know in details Kacher Manush: 'কাছের মানুষ' ইশা-প্রসেনজিৎ, দেবের নতুন ছবির পোস্টার প্রকাশ্যে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/19/32a69df47b4a60c898d9e3b86b63c7b3166090871853349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: জন্মাষ্টমীতে কোথাও নতুন ছবির মুক্তি, কোথাও আবার উৎসবের আবহ। এর মধ্যেই নতুন ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন দেব (Dev)। অবশ্য ঘোষণা হয়েছিল আগেই, জন্মাষ্টমীতে কাছের মানুষের পোস্টার মুক্তি পাবে একথা জানিয়েছিলেন দেব নিজেই। আর আজ সকালে সোশ্যাল মিডিয়ায় জোড়া পোস্টার শেয়ার করে নিয়েছেন অভিনেতা। শুধু তিনিই নন, টিম 'কাছের মানুষ' অর্থাৎ ইশা সাহা (Ishaa Saha), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-ও শেয়ার করে নিয়েছেন নিজেদের লুকের পোস্টার।
আরও পড়ুন: Top Entertainment News Today: স্থিতিশীল রাজু শ্রীবাস্তব, কলকাতায় তাপসী-একতা-পাভেল, বিনোদনের সারাদিন
এই বছরের পুজোয় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব অভিনীত 'কাছের মানুষ'। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। গত বছর মহালয়ায় ছবির নাম ঘোষণা করা হয়। প্রথম মোশন পোস্টারে দেখা যায় রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা গিয়েছিল, লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব।
View this post on Instagram
পথিকৃৎ বসু (Pothikrit Basu) পরিচালিত ছবির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের গ্রীষ্মে। তবে সেই তারিখ পিছিয়ে পরে পুজোর সময়ের কথা জানানো হয়। ছবিতে রয়েছেন ইশা সাহাও। ২৪ ফেব্রুয়ারি শেষ হয় 'কাছের মানুষ' ছবির শ্যুটিং। সেটে আনা হয় বিশাল কেক। সেদিন কেক কেটে শ্যুটিংয়ের শেষ দিন উদযাপন করা হয়।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)