Kajal Aggarwal Baby: সদ্যোজাত সন্তানের নাম প্রকাশ করলেন কাজল আগরওয়াল
এবার পুত্র সন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী (Kalaj Agarwal)। তার সঙ্গে সন্তানের জন্মের মুহূর্ত এবং অন্তঃসত্ত্বা অবস্থার বেশ কিছু স্মৃতি ও অভিজ্ঞতা ভাগ করে নিলেন নেট নাগরিকদের সঙ্গে।
![Kajal Aggarwal Baby: সদ্যোজাত সন্তানের নাম প্রকাশ করলেন কাজল আগরওয়াল Kajal Aggarwal shares note on childbirth says realized responsibility of my heart outside of body Kajal Aggarwal Baby: সদ্যোজাত সন্তানের নাম প্রকাশ করলেন কাজল আগরওয়াল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/21/fc2a428d2058b5cd4c9ddb4a29ce0129_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দক্ষিণী ছবির এবং বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল (Kajal Agarwal) মা হয়েছেন সদ্যই। তাঁর কোল আলো করে এসেছে পুত্র সন্তান। সন্তান জন্মের খবর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। এবার পুত্র সন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী (Kajal Agarwal Baby Name)। তার সঙ্গে সন্তানের জন্মের মুহূর্ত এবং অন্তঃসত্ত্বা অবস্থার বেশ কিছু স্মৃতি ও অভিজ্ঞতা ভাগ করে নিলেন নেট নাগরিকদের সঙ্গে।
পুত্র সন্তানের কী নাম রাখলেন কাজল আগরওয়াল?
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ একটি পোস্ট করেছেন কাজল আগরওয়াল। যেখানে কোথাও তিনি সন্তানের জন্মের মুহূর্তের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। কোথাও অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর নানা শারীরিক অবস্থা থেকে মানসিক পরিস্থিতি কেমন ছিল তা তুলে ধরেছেন। আবার কোথাও গর্ভে থাকা সন্তানের জন্য তাঁর উদ্বেগ কেমন থাকত, সে কথাও লিখেছেন। তাঁর লেখা শুরু হচ্ছে, 'এই পৃথিবীতে আমার সন্তান নীলকে স্বাগত জানানোর জন্য উত্তেজনা অনুভব করছি।' তাঁর পোস্ট ধরেই জানা যাচ্ছে, কাজল আগরওয়াল তাঁর সদ্যোজাত পুত্র সন্তানের নাম রেখেছেন নীল কিচলু। এরপর তাঁর পোস্টে একে একে উঠে এসেছে গর্ভাবস্তার নানা অভিজ্ঞতা।
আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2: কিয়ারার মাথায় ও কার হাত? প্রকাশ্যে 'ভুল ভুলাইয়া টু'-এর হাড়হিম করা মোশন পোস্টার
প্রসঙ্গত, মা হওয়ার আগে স্বামী গৌতম কিচলুর উদ্দেশে আবেগপ্রবণ বার্তা দেন কাজল আগরওয়াল। তিনি লেখেন, 'প্রিয় স্বামী- অনেক ধন্যবাদ সেরা স্বামী এবং হবু বাবা যা প্রতিটা মেয়েই চেয়ে থাকে, তা হওয়ার জন্য। অনেক ধন্যবাদ নিজের কথা না ভেবে আমার জন্য এত কিছু করার জন্য। তুমি জানো আমার মর্নিং সিকনেস আসে। তাই প্রতি রাতে আমি হাঁটতে বেরই। নিজের কথা না ভেবে আমাকে এভাবে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। সবসময় আমার খেয়াল রেখেছ। আমি সঠিকভাবে খাবার খেয়েছি কিনা, জল খেয়েছি কিনা, বিশ্রাম নিয়েছি কিনা। আমাদের সন্তান আসার আগে কত যত্ন নিয়েছ আমার। আমি জানতে চাই, তুমি ঠিক কতটা অসাধারণ একজন আর জানি তুমি কতটা অসাধারণ একজন বাবা হতে চলেছ।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)