এক্সপ্লোর
Advertisement
Kajol: 'দ্বিতীয় জয়া বচ্চন নাকি...?' নিরাপত্তারক্ষীকে 'ধাক্কা' দিলেন কাজল! ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের শিকার
Kajol Trolled: একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে মায়ের হাত ধরে একটি ক্লিনিক থেকে বেরোচ্ছেন অজয়-কাজলের ছেলে যুগ। সেই নিয়ে কটাক্ষের বন্যা।
নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী কাজল (Kajol) প্রায়ই তাঁর অভিনয় দক্ষতা ও হাসিখুশি ব্যবহারের জন্য দর্শকের মন জয় করে থাকেন। অভিনেত্রী একজন মমতাময়ী মা। তাঁর দুই সন্তান, নায়সা (Nysa) ও যুগ (Yug)। তবে সম্প্রতি ১৪ বছর বয়সী যুগকে নিয়ে একটি ক্লিনিক থেকে বেরোতে দেখা গেল কাজলকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওয় স্পষ্ট অজয় দেবগণ (Ajay Devgn) ও কাজলের ছেলের পায়ে চোট লেগেছে। যদিও সেই বিষয়ে কোনও নিশ্চিত খবর এখনও মেলেনি। কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসতে বিপুলভাবে ট্রোল (Social Media Troll) হতে হল অভিনেত্রীকে। কেন?
বডিগার্ডের সঙ্গে 'দুর্ব্যবহার'! সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার কাজল
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে মায়ের হাত ধরে একটি ক্লিনিক থেকে বেরোচ্ছেন অজয়-কাজলের ছেলে যুগ। ভিডিওয় যুগকে খানিক খোঁড়াতে দেখা যাচ্ছে যাতে মনে করা হচ্ছে যে তাঁর পায়ে চোট লেগেছে। কিন্তু সেখানে কাজলের একটি ছোট্ট 'ব্যবহার' নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। কালো কুর্তি ও জিন্স পরে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ছেলের হাত ধরে বেরোতে গিয়ে হঠাৎ দেখা গেল তাঁদের সামনে থাকা বডিগার্ড বা নিরাপত্তারক্ষীকে পিছন থেকে 'ধাক্কা' দিয়ে সরিয়ে দিলেন কাজল। সঙ্গে সঙ্গে কমেন্ট বক্স ভরে ওঠে নেতিবাচক মন্তব্যে।
ভিডিওর কমেন্টে একজন লিখলেন, 'সাহায্যকারীর পিছনে ওই ধাক্কাটা কিন্তু বেশ অভদ্র আচরণ'। অপর একজন লেখেন, 'উনি হঠাৎ বডিগার্ডকে ধাক্কা কেন দিলেন?' আবার একজন কাজলের সঙ্গে জয়া বচ্চনের তুলনা করে লেখেন, 'কাজল = জয়া বচ্চন'। আরেক জন প্রশ্ন তোলেন, 'উনি কি দ্বিতীয় জয়া বচ্চন?' সোশ্যাল মিডিয়ায় একাধিক এমন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পাপারাৎজিদের ওপর চটে যেতে দেখা গিয়েছে জয়া বচ্চনকে। তাঁর 'ক্রোধ'-এর সঙ্গে প্রায় সকলেই পরিচিত। এবার তাঁর সঙ্গেই তুলনা টানা হল কাজলের।
View this post on Instagram
আরও পড়ুন: Parvin Dabas Accident: ভয়ঙ্কর পথ দুর্ঘটনার শিকার 'খোসলা কা ঘোসলা' অভিনেতা পরভিন দাবাস, ভর্তি ICU-তে
অজয় ও কাজল গাঁটছড়া বাঁধেন ১৯৯৯ সালে। ২০০৩ সালে তাঁদের প্রথম সন্তান, নায়সা জন্মগ্রহণ করে। এরপর ২০১০ সালে তাঁদের ছেলে হয়, নাম যুগ। কাজের ক্ষেত্রে অজয়কে এরপর দেখা যাবে 'রেড ২' ও 'সিঙ্ঘম এগেন' ছবিতে। রোহিত শেট্টি পরিচালিত 'সিঙ্ঘম এগেন' ছবিতে অজয় ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, করিনা কপূর খান, অর্জুন কপূর, রণবীর সিংহ প্রমুখরা। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'সন অফ সর্দার ২' ছবির কাজও। অন্যদিকে কাজলকে দেখা যাবে 'মহারাগ্নি - ক্যুইন অফ ক্যুইনস' ছবিতে। ২৭ বছর পর প্রভু দেবার সঙ্গে জুটি বাঁধবেন তিনি। এছাড়া কৃতি শ্যাননের সঙ্গে 'দো পত্তি' ছবিও রয়েছে তাঁর ঝুলিতে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement