30 Years Of Baazigar: 'অনেক প্রথমের সাক্ষী 'বাজিগর' ছবির সেট', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন কাজল
Kajol Post: ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ছবি আজও দর্শকের মনে টাটকা। এদিন বেশ কিছু ছবি পোস্ট করে কাজল লেখেন, 'বাজিগর ৩০ বছর পূর্ণ করল... এই ছবির সেট ছিল বহু প্রথমের সাক্ষী...'।
মুম্বই: দেখতে দেখতে ৩০ বছর পার করল শাহরুখ খান (Shah Rukh Khan) ও কাজল (Kajol) অভিনীত 'বাজিগর' (Baazigar)। গোটা দেশ যখন 'টাইগার ৩' (Tiger 3) ছবি নিয়ে মেতেছে তখন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে খানিক স্মৃতি সরণিতে হাঁটলেন অভিনেত্রী কাজল। স্মৃতির পাতা ঘেঁটে দেখলেন সঙ্গীত পরিচালক অনু মালিকও (Anu Malik)।
'বাজিগর' ছবির ৩০ বছর পার
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ছবি আজও দর্শকের মনে টাটকা। এদিন বেশ কিছু ছবি পোস্ট করে কাজল লেখেন, 'বাজিগর ৩০ বছর পূর্ণ করল... এই ছবির সেট ছিল বহু প্রথমের সাক্ষী... প্রথমবার আমি সরোজ জির সঙ্গে কাজ করি, প্রথমবার আমার শাহরুখ খানের সঙ্গে দেখা হয়, প্রথমবার আমার অনু মালিকের সঙ্গে আলাপ হয়... এবং ১৭ বছরের আমি যখন এই ছবির কাজ শুরু হয়... আব্বাস ভাই এবং মাস্তান ভাই রীতিমতো আদুরে প্রিয় বাচ্চার মতো আমার দেখাশোনা করেছেন।' তিনি একই সঙ্গে উল্লেখ করেছেন শিল্পা শেট্টি ও জনি লিভারের নামও। লেখেন, 'ওঁদের কথা কী করে ভুলি'। একইসঙ্গে তিনি লিখে চলেন, 'কত কত আনন্দের স্মৃতি এবং অফুরন্ত হাসি... আজও, প্রত্যেকটা গান, প্রত্যেকটা সংলাপ আমার মুখে চওড়া হাসি ফুটিয়ে তোলে... কারণ শুধুমাত্র বাজিগরের ৩০ বছর পূর্তি।'
View this post on Instagram
অনু মালিক লেখেন, 'আমি কৃতজ্ঞ যে বাজিগর এখনও দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে যতই বছর কাটুক এবং নতুন দারুণ ছবি আসুক।' আরও বলেন, 'আমার কত কত শোয়ে এখনও আমি 'ইয়ে কালি কালি আঁখে' ও 'বাজিগর ও বাজিগর' গানগুলি গাওয়ার অনুরোধ পাই। এই গানগুলি চিরকাল আমার জন্য স্পেশাল হয়ে থাকবে।'
আরও পড়ুন: Koffee With Karan: কর্ণের 'কন্ট্রোভার্সিয়াল' কাউচে ফিরছেন আলিয়া-করিনা, কে ননদ কে বৌদি, বুঝতে হিমশিম!
৬৩ বছর বয়সী সঙ্গীত পরিচালক জানান ১৯৯২ সালে তিনি একটা 'ব্রেক' পাওয়ার অপেক্ষায় ছিলেন যখন তাঁর কাছে 'বাজিগর' ছবির অফার আসে। কর্মজীবনে মাইলস্টোন কাজ হয়ে রয়েছে এটি তাঁর। সমুদ্র সৈকতে বসে 'বাজিগর ও বাজিগর' গানটি তৈরি করেছিলেন অনু মালিক, জানান নিজেই। আজও যা মানুষের মুখস্থ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন