Kajol: কোনওদিন পরিচালনায় আসবেন না! কাজলের এই কথায় এ কী বললেন কপিল শর্মা!
The Kapil Sharma Show: কাজল জানিয়ে দিলেন যে, তিনি কোনওদিনই পরিচালনায় আসবেন না। আর অভিনেত্রীর এই কথা শুনে কপিল শর্মা যা বললেন...
মুম্বই: বলিউড অভিনেত্রী কাজল (Kajol) বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'সালাম ভেঙ্কি'র (Salaam Venky) প্রচারে। রেবতীর পরিচালনায় এই ছবিতে তাঁকে দেখা যাবে একেবারে ভিন্ন চরিত্রে। সম্প্রতি এই ছবির প্রচারেই 'দ্য কপিল শর্মা শো'তে হাজির ছিলেন কাজল (Kajol)। সেখানেই জানিয়ে দিলেন যে, তিনি কোনওদিনই পরিচালনায় আসবেন না। আর অভিনেত্রীর এই কথা শুনে কপিল শর্মা (Kapil Sharma) যা বললেন...
ছবি পরিচালনা প্রসঙ্গে কাজল-
নেট দুনিয়ায় সম্প্রতি একটি ভিডিও পোস্ট করা হয়েছে সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে। যেখানে দেখা যাচ্ছে, 'দ্য কপিল শর্মা শো'তে আগামী ছবি 'সালাম ভেঙ্কি'র প্রচারে হাজির হয়েছেন কাজল। ভিডিওতে দেখা যাচ্ছে, কপিল শর্মা কাজলকে জিজ্ঞাসা করছেন যে, তিনি কবে ছবি পরিচালনায় আসবেন। উত্তরে কাজল বলেন, 'না না। একেবারেই না।' কাজলের এই উত্তরের পরই কপিল শর্মা বলে ওঠেন, 'হ্য়াঁ। সেই। দরকারও নেই। যে নারী নিজের বাড়িতেই প্রতিদিন অজয় দেবগনকে পরিচালনা করেন...'। কপিল শর্মার এই কথায় অট্টহাসিতে ফেটে পড়েন কাজল।
Iss weekend raat 9:30 baje, #SonyEntertainmentTelevision par #TheKapilSharmaShow mein Bindu aur Gudiya ke hasi mazaak se honi wali hain Kappu ki bolti band!😂🤭@kapilsharmaK9 @sumona24 #kajoldevgan #vishaljethwa #revathyasha#TKSS pic.twitter.com/2HwCsUDW6B
— sonytv (@SonyTV) December 2, 2022">
আরও পড়ুন - Jeetu-Nabanita Updates: কী কাণ্ড! জিতুকে জোর করে ঠেলে ঠেলে 'শৌচালয়ে' পাঠাচ্ছেন নবনীতা!
Iss weekend raat 9:30 baje, #SonyEntertainmentTelevision par #TheKapilSharmaShow mein Bindu aur Gudiya ke hasi mazaak se honi wali hain Kappu ki bolti band!😂🤭@kapilsharmaK9 @sumona24 #kajoldevgan #vishaljethwa #revathyasha#TKSS pic.twitter.com/2HwCsUDW6B
">
প্রসঙ্গত, কাজলকে শীঘ্রই দেখা যাবে রেবতীর পরিচালনায় 'সালাম ভেঙ্কি' ছবিতে। যেটি তরুণ দাবাড়ু কোলাভেন্নু ভেঙ্কটেশের সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। ২০০৪ সালে মারা যান তিনি।
">