Kakababur Protyaborton Update: আসছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন', ঘোষণা হল ছবি মুক্তির তারিখ
Kakababur Protyaborton:সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও আরিয়ান ভৌমিকের (Aryann Bhowmick) 'সন্তু-কাকাবাবু' জুটির এই ছবির টিজার আসে গত বছর।
![Kakababur Protyaborton Update: আসছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন', ঘোষণা হল ছবি মুক্তির তারিখ Kakababur Protyaborton to be released in 2022 February date announed Kakababur Protyaborton Update: আসছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন', ঘোষণা হল ছবি মুক্তির তারিখ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/30/2c504fac3bacf3adcc545735fc3f1fdb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আফ্রিকার ঘন জঙ্গলে পৌঁছে গিয়েছেন কাকাবাবু, সঙ্গে অবশ্যই রয়েছে সন্তু। করোনা কাঁটা পেরিয়ে অবশেষে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের হাত ধরে তৃতীয় অভিযানের জন্য তৈরি তাঁরা। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পাচ্ছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyaborton)।
করোনার জন্য থমকে গেছিল ছবি মুক্তি। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও আরিয়ান ভৌমিকের (Aryann Bhowmick) 'সন্তু-কাকাবাবু' জুটির তৃতীয় ছবির টিজার মুক্তি পেয়েছিল গত বছরই। ২০২০ সালেই মুক্তি পাওয়ার কথা থাকলেও একাধিকবার সেই তারিখ বদলে যায়।
মঙ্গলবার প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হয় ছবি মুক্তির তারিখ। নতুন বছরে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' দিয়ে খাতা খুলবে প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার। মরুভূমি, পাহাড় পেরিয়ে এবার জঙ্গলের পথে কাকাবাবু ও সন্তু।
আরও পড়ুন: RRR Trailer Release Date: ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি 'আর আর আর'-এর ট্রেলার
View this post on Instagram
সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের অন্যতম জনপ্রিয় উপন্যাস 'জঙ্গলের মধ্যে একটি হোটেল' (Sunil Gangopadhyay’s ‘Jongoler Moddhey Ek Hotel’) অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। 'মিশর রহস্য' (Mishawr Rawhoshyo) ও 'ইয়েতি অভিযান' (Yeti Obhijaan)-এর সাফল্যের পর ফের একবার সৃজিত-প্রসেনজিৎ-আরিয়ান ট্রায়ো আসছে দর্শকদের মাতাতে। এছাড়া ছবিতে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakrabarti)।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)