Kamal Haasan Covid Positive: করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেতা কমল হাসান
অনুরাগীদের উদ্দেশে এদিন তিনি নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন যে, আমেরিকা সফর থেকে ফেরার পর তাঁর সামান্য কাশি, সর্দি দেখা দেয়। এরপরই তিনি করোনার পরীক্ষা করান। এবং রিপোর্ট পজেটিভ আসে।
![Kamal Haasan Covid Positive: করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেতা কমল হাসান kamal haasan tested Positive for Covid 19 after returns from US isolated in hospital Kamal Haasan Covid Positive: করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেতা কমল হাসান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/ac10028fc9e7fa4d702f7a09dd847e20_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউড এবং দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কমল হাসান (Kamal Hassan) করোনায় আক্রান্ত হয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছেন করোনায় (Coronavirus) আক্রান্ত হওয়ার কথা। অনুরাগীদের উদ্দেশে এদিন তিনি নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন যে, আমেরিকা সফর থেকে ফেরার পর তাঁর সামান্য কাশি, সর্দি দেখা দেয়। এরপরই তিনি করোনার (Covid19) পরীক্ষা করান। এবং রিপোর্ট পজেটিভ আসে। করোনায় আক্রান্ত হওয়ার পরই তিনি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন। এবং পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে সুরক্ষিত থাকার পরামর্শও দিয়েছেন।
মাত্র কয়েকদিন আগেই গিয়েছে অভিনেতা কমল হাসানের জন্মদিন। জন্মদিনে আগামী ছবির ঘোষণাও করেন নির্মাতারা। তিনি যে কেরিয়ারের ২৩২-তম ছবি করতে চলেছেন, তা ঘোষণা করেন তাঁরা। পরিচালক লোকেশ কনগরজ টুইট করে বলেন, 'কমল হাসান স্যর, আপনার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। শুভ জন্মদিন।' এমন শুভেচ্ছাবার্তার সঙ্গে আগামী ছবির ফার্স্ট লুক এবং টিজার প্রকাশ করেন তিনি। জন্মদিনের দু সপ্তাহ পরই করোনায় আক্রান্ত হলেন অভিনেতা।
করোনায় আক্রান্ত হওয়ার পর অনুরাগীদের উদ্দেশে কমল হাসান জানিয়েছেন যে, করোনা অতিমারির প্রকোপ এখনও কেটে যায়নি। প্রিয় অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর পেতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। তাঁরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেক নেট নাগরিক আবার উদ্বেগ প্রকাশ করে লিখেছেন যে, তাহলে 'বিগ বস তামিল সিজন ৫'-র সঞ্চালনা কে করবেন। এই মুহূর্তে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন কমল হাসান। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন।
আরও পড়ুন - Bigg Boss 15: রোম্যান্টিক গানে ভারতী সিংহের সঙ্গে নাচ সলমন খানের, হাসি চেপে রাখতে পারলেন না নেট নাগরিকরা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)