এক্সপ্লোর
জিএসটির সঙ্গে আরও ৩০ শতাংশ কর লাগুর সিদ্ধান্ত তামিলনাড়ু সরকারের, রেগে আগুন কমল হাসান
![জিএসটির সঙ্গে আরও ৩০ শতাংশ কর লাগুর সিদ্ধান্ত তামিলনাড়ু সরকারের, রেগে আগুন কমল হাসান Kamal Hasan Blasts The Tamil Govt For Levying Double Taxation Under Gst জিএসটির সঙ্গে আরও ৩০ শতাংশ কর লাগুর সিদ্ধান্ত তামিলনাড়ু সরকারের, রেগে আগুন কমল হাসান](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/21141209/etx-Kamal-Hasan-still-vis-2.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: সম্প্রতিই দেশজুড়ে চালু হয়েছে নয়া কর ব্যবস্থা। জিএসটির অধীনে ২৮ শতাংশ করের সঙ্গে তামিলনাড়ু সরকার সিদ্ধান্ত নিয়েছে বাড়তি ৩০ শতাংশ বিনোদন কর নেওয়ার। এর জেরে কার্যত বিপর্যস্ত তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ, নয়া এই বাড়তি কর লাগু হলে, প্রায় ৬০ শতাংশ কর দিতে হবে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানুষজনকে। দ্বিগুণ এই কর ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেতা কমল হাসানও। তাঁর দাবি, এই পরিস্থিতিতে তামিল ছবি বানানো কার্যত কঠিন হয়ে গেল।
সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে তামিলনাড়ুর প্রায় হাজারের ওপর থিয়েটার মালিক অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা করেছে। শুধু কমল হাসান নন, সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রকাশ্যে মুখ খুলেছেন রজনীকান্ত, মদন কিরকি, শঙ্করের মতো ব্যক্তিরাও।
কমল হাসান শুধু চাঁচাছোলা ভাষায় আক্রমণই করেননি তামিলনাড়ু সরকারকে, অন্য রাজ্যের তুলনা টেনে এনেও বলেছেন, কীভাবে সেখানে বিনোদন জগতকে নানা সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে। তবে এই বাড়তি করের বোঝা তুলে নেওয়া না হলে, আগামী কয়েকদিনের মধ্যেই আরও বড় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তামিল বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষজন, মন্তব্য কমল হাসানের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)