‘পাকিস্তানকে ধ্বংস করাই একমাত্র সমাধান’, বিতর্কিত মন্তব্যের সপক্ষে ‘যুক্তি’ দিলেন কঙ্গনা
নয়াদিল্লি: ‘স্বতঃস্ফূর্ত অনুভূতি’। নিজের বিতর্কিত মন্তব্য নিয়ে এই সাফাই-ই দিলেন বলি ক্যুইন কঙ্গনা রানাউত। সম্প্রতি ইন্ডিয়া টুডে কনক্লেভে মণিকর্নিকা অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য নিয়ে সরগরম হয়েছিল গোটা ভারতীয় সংবাদমাধ্যম। পুলওয়ামা কাণ্ডের পর কঙ্গনার বক্তব্য ছিল, পাকিস্তানকে নিষিদ্ধ করে কোনও সমস্যার সমাধান হবে না। পাকাপোক্ত সমাধানের জন্য পাকিস্তানকে ধ্বংস করতে হবে। তাঁর এই বক্তব্যের পরই বি-টাউন তো বটেই সোশ্যাল মিডিয়াতেও প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়।
এবার নিজের এই প্রতিক্রিয়া প্রসঙ্গেই কিছুটা সুর নরম করলেন বলি অভিনেত্রী। ‘প্রতিক্রিয়াশীল’ মন্তব্য প্রসঙ্গে কঙ্গনার বক্তব্য, পুলওয়ামার ঘটনায় তাঁর মনে গভীর ক্ষত তৈরি হয়েছে। ৪০ জওয়ানের মৃত্যুর ঘটনা তাঁকে প্রভাবিত করেছে। সেই অবস্থান থেকেই পাকিস্তানকে গুড়িয়ে দেওয়ার মতো মন্তব্য করেছেন তিনি। বলি নায়িকা এও বলেন, এমন পরিস্থিতি-তে ঠিক কী বক্তব্য রাখা উচিত তা কখনই আগে থেকে ভেবে রাখা যায় না। স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় বেরিয়ে আসে। কঙ্গনা বলেন, একটা সময় তাঁর এমনও মনে হয়েছিল, তিনি সীমান্তে যাবেন এবং কোনও একজনের বন্দুক ছিনিয়ে নিয়ে নিজে হত্যালীলা চালাবেন।