এক্সপ্লোর
মাদকের বিরুদ্ধে যুদ্ধ চান? তাহলে নিজের রাজ্য় হিমাচল থেকেই শুরু করুন না! কঙ্গনাকে কটাক্ষ উর্মিলার
কঙ্গনার বলিউডে মাদকের রমরমার কথা জানা থাকলে পুলিশকে আগাম জানানো উচিত ছিল বলে অভিমত জানিয়ে উর্মিলা বলেন, কেন করদাতাদের টাকায় ওয়াই স্তরের সুরক্ষা পাওয়া এই মহিলা পুলিশকে মাদক যোগসাজশের খবর পুলিশকে দেননি?
মুম্বই: খবরের শিরোনামে থাকা কঙ্গনা রানাউতকে হিমাচল প্রদেশের মাদক সমস্যা নিয়ে মাথা ঘামানোর পরামর্শ দিলেন উর্মিলা মাতন্ডকর। মুম্বই মহানগরীকে কেন্দ্র করে বলিউডের বিশাল সাম্রাজ্য। কিন্তু সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুর তদন্তে মুম্বই পুলিশের ভূমিকায় অখুশি কঙ্গনা সম্প্রতি ক্ষমতাসীন দল শিবসেনা ও মহারাষ্ট্র সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে মুম্বইয়ে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানান, এমনকী মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন। এজন্য বলিউডের একাংশ তাঁর সমালোচনায় সরব। সেই দলে নতুন সংযোজন উর্মিলা।
রঙ্গিলা অভিনেত্রী কঙ্গনার মুম্বই সংক্রান্ত মন্তব্যের নিন্দা করেছেন, বলিউডে মাদকের রমরমা প্রসঙ্গে কঙ্গনার অভিযোগের জবাবে পাল্টা বলেছেন, উনি মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাইলে আগে নিজের রাজ্য হিমাচল থেকেই শুরু করুন না! গোটা দেশ মাদক সমস্যার সম্মুখীন। উনি (কঙ্গনা) কি জানেন, হিমাচল মাদকের উত্স? নিজের রাজ্য থেকেই যুদ্ধ শুরু করা উচিত ওঁর।
কঙ্গনার বলিউডে মাদকের রমরমার কথা জানা থাকলে পুলিশকে আগাম জানানো উচিত ছিল বলে অভিমত জানিয়ে উর্মিলা বলেন, কেন করদাতাদের টাকায় ওয়াই স্তরের সুরক্ষা পাওয়া এই মহিলা পুলিশকে মাদক যোগসাজশের খবর পুলিশকে দেননি?
৪৬ বছর বয়সি অভিনেত্রী মুম্বই সম্পর্কে কঙ্গনার অবমাননাকর মন্তব্য সহ্য করবেন না বলেও জানিয়ে দেন। বলেন, মুম্বই প্রত্য়েকের, এ নিয়ে কোনও সংশয় নেই। যিনিই এই শহরকে ভালবেসেছেন, তাকে কিছু দিয়েছেন, এই শহর তার। এই শহরের মেয়ে হয়ে তাকে নিয়ে কোনও কটূ কথা সহ্য করব না। আপনি যখন তার সম্পর্কে এমন মন্তব্য করেন, তখন শুধু তারই নয়, সামগ্রিক ভাবে গোটা শহরের নাগরিকদেরই অপমান সেটা।
মুম্বইয়ের তুলনা পিওকে-র সঙ্গে করায় কঙ্গনাকে টার্গেট করেছে শিবসেনাও। দুপক্ষের বাকযুদ্ধ তুঙ্গে। তার মধ্যেই ২০১৯ এর লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়া উর্মিলা কঙ্গনাকে পরোক্ষে ইঙ্গিত করে মন্তব্য করেছেন, কোনও একজন সবসময় চিত্কার করেন মানে এটা নয় যে, তিনিই সত্যি কথা বলছেন। সবসময় কঙ্গনা কেন নিজেকে মহিলা, তাই নির্যাতিত বলে খেদ প্রকাশ করেন, সেই প্রশ্নও তোলেন উর্মিলা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
জেলার
বিনোদনের
বিনোদনের
Advertisement