Kangana Ranaut on Emergency: অবশেষে আইনি জট কাটার ইঙ্গিত, সেন্সর বোর্ডের অনুমতি পেল কঙ্গনার 'ইমার্জেন্সি'
Kangana Ranaut News: ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা রানাউত জানিয়েছেন, তাঁদের ছবি 'ইমার্জেন্সি' ইতিমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
কলকাতা: অবশেষে কাটল আইনি জট। সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেল কঙ্গনা রানাউত (Kangana Ranaut) অভিনীত ইমার্জেন্সি (Emergency)। এই ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। ছবির একাধিক বিষয় নিয়ে ছিল আপত্তি। ছবিটি সেন্সর বোর্ডে সার্টিফিকেটও পায়নি প্রথমে। বাদ দিতে হয়েছিল ছবির একাধিক দৃশ্য। অবেশেষে আইনি জট কাটার ইঙ্গিত মিলেছে। সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়েছে এই ছবি।
ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা রানাউত নিজেই এই খবর জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা রানাউত জানিয়েছেন, তাঁদের ছবি 'ইমার্জেন্সি' ইতিমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এই ছবির মুক্তির দিন ছিল ৬ সেপ্টেম্বর। তবে সেন্সর বোর্ডে আটকে যায় এই ছবি। ফের পাঠাতে হয় এডিটে। তবে এবার এই ছবি সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়েছে। কঙ্গনা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তাঁরা ছবি মুক্তির নতুন দিন ঘোষণা করবেন।
এই ছবিতে প্রাক্তন প্রধামন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। তাঁর লুক যখন প্রকাশ্যে এসেছেছিল তা প্রায় চমকে দেওয়ার মতোই। এই ছবির চিত্রনাট্যও লিখেছেন কঙ্গনা। প্রযোজনাও করছেন তিনি নিজেই। তবে পরবর্তীতে কঙ্গনা জানান, এই ছবি নাকি শিখ ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ শিরোমণি অকালি দলের। এমনকি, এই ছবির জন্য নাকি হুমকিও পেয়েছেন অভিনেত্রী। এর ফলেই সেন্সর বোর্ডে আটকে যায় এই ছবি। বদলে দিতে হয় ছবির একাধিক দৃশ্য। তবে অবেশেষে এই ছবি নিয়ে আর কোনও রকম আপত্তি দেখায়নি সেন্সর বোর্ড। এই ছবির দ্বারা কারও ভাবাবেগে আঘাত হানবে বলেও মনে করা হচ্ছে না। তবে কবে এই ছবি মুক্তি পাবে এখনও তা জানা যায়নি। কঙ্গনার তরফ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়িই জানানো হবে এই ছবির নতুন মুক্তির দিন। কঙ্গনার অনুরাগীরা অপেক্ষা করছেন এই ছবিটি দেখার জন্য।
View this post on Instagram
আরও পড়ুন: Debraj Roy Demise: থামল রুপোলি পর্দার পথ চলা, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দেবরাজ রায়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।