Kangana Ranaut: কঙ্গনার সব সোশ্যাল মিডিয়া পোস্ট সেন্সর করা হোক, আবেদন সুপ্রিম কোর্টে
Kangana Ranaut : শীর্ষ আদালতে অভিনেত্রীর সব সোশ্যাল মিডিয়া পোস্টকে সেন্সর করার আবেদন জানানো হয়েছে। দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই আর্জি, বলা হয়েছে আবেদনপত্রে।
মুম্বই : আবার ফাঁপরে পড়লেন কঙ্গনা রানাউত। এবার তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন। শীর্ষ আদালতে অভিনেত্রীর সব সোশ্যাল মিডিয়া পোস্টকে সেন্সর করার আবেদন জানানো হয়েছে। দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই আর্জি, বলা হয়েছে আবেদনপত্রে।
A plea has been filed in the Supreme Court against actor Kangana Ranaut seeking future censoring of all her social media posts in order to maintain law and order in the country.
— ANI (@ANI) December 1, 2021
সম্প্রতি ২৬/১১-র হামলা নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন কঙ্গনা। তার জন্য তাঁকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। এরপর এফআইআরের কপি সোশাল মিডিয়ায় পোস্ট করেন কঙ্গনা। তারপরেই সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করা হয়।
তিনি লিখেছেন, "ভাতিন্ডার এক ব্যক্তি আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন।" কঙ্গনা আরও লেখেন যে তিনি কাউকে ভয় পান না এবং যে কোনও অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতেই থাকবেন। “আমি এই ধরনের হুমকিতে ভীত নই। আমি সবসময় তাদের বিরুদ্ধে কথা বলেছি যারা দেশের বিরুদ্ধে যায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করে এবং তাদের বিরুদ্ধে কথা বলেই থাকব,” লেখেন তিনি।
View this post on Instagram
কিছুদিন আগে প্রধানমন্ত্রী যখন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন, তখন কঙ্গনা সম্পূর্ণ বিপরীতে হেঁটে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “খুবই দুঃখজনক বিষয়। লজ্জাজনক এবংঅসমীচীন ঘটনা। সরকারের করা নিয়ম অমান্য করে রাস্তার লোকেরা যদি এবার আইন তৈরি করতে শুরু করে, তাহলে তারা তো জিহাদির সমান। অভিনন্দন সেইসব লোকেদের, যাঁরা এটা চাইছিলেন।” কঙ্গনার এই ঝাঁঝালো আক্রমণে ফের সরগরম সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মতামত ভাগ করে নেন তিনি। আজ ইন্দরা গাঁধীর ১০৪ তম জন্মদিন। তাই প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি দিয়ে কঙ্গনা আরেকটি স্টোরি পাবলিশ করেব। সেখানে তিনি ইন্দরা-স্মরণ করেই আবার প্রতিবাদীদের কটাক্ষ করেন কঙ্গনা। কঙ্গনা আরও বলেন, “যখন দেশের মানুষের চেতনা যখন চলে যায়, তখন লাঠি দিয়েই একমাত্র ঠান্ডা করা সম্ভব। না হলে এদের আটকাতে দরকার স্বৈরতন্ত্র” ।