Kangana Ranaut:'দয়া করে আমাকে কোনও চরিত্র করতে বলবেন না...', সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে কেন একথা বললেন কঙ্গনা?
Entertainment News:'অ্যানিমাল'-র পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে কেন কড়া 'জবাব' দিলেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত?
কলকাতা: 'দয়া করে আমাকে আপনার ছবিতে কোনও চরিত্র দেবেন না। তা হলে আপনার আলফা মেল চরিত্রগুলি নারীবাদী হয়ে যাবে, আর আপনার ফিল্মও মার খাবে', পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে ঠিক এই ভাষাতেই 'জবাব' দিলেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত। 'অ্যানিমাল' মুক্তির পর থেকে নানা কারণে টানা শিরোনামে থাকছেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা (sandeep reddy vanga)। কিন্তু হঠাৎ তাঁকে এভাবে কেন বলতে গেলেন কঙ্গনা (Kangana Ranaut)?
কঙ্গনার কথা...
সোশ্য়াল মিডিয়ায় একেবারে সরাসরি 'অ্যানিমাল'-র সমালোচনা করেছিলেন বলি-অভিনেত্রী। তাঁর বক্তব্য ছিল, মহিলাদের মারধর করার মতো বিষয়টিকে এই ছবিতে প্রশ্রয় দেওয়া হয়েছে। ভাঙ্গাকে সে কথা বলা হলে পরিচালক বিষয়টি ইতিবাচক ভাবেই নেন। বলেন, 'কুইন ছবিতে ওঁর (কঙ্গনা) অভিনয় আমার সত্যিই ভাল লেগেছিল। এছাড়া আরও অনেক ছবিতেই ওঁর অভিনয় ভাল লাগে। তাই অ্যানিমাল সম্পর্কে উনি কোনও নেতিবাচক মন্তব্য করলে, আমি খারাপ ভাবে নেব না। ওঁর কথায় ক্ষুব্ধও হচ্ছি না...ওঁর কাজ দেখেছি। তাই খারাপ লাগছে না।' শুধু তাই নয়। তিনি যে কঙ্গনার সঙ্গে কাজ করতে ইচ্ছুক, সে কথাও রাখঢাক না করেই জানিয়েছিলেন 'অ্যানিমাল'-র পরিচালক।
তারই জবাবে অভিনেত্রী সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ পোস্ট করেন, 'সমীক্ষণ এবং সমালোচনা এক জিনিস নয়। সব ধরনের আর্টেরই সমীক্ষণ হওয়া দরকার। এটাই স্বাভাবিক। যে ভাবে আমার সমীক্ষণ শুনে সন্দীপজি হেসে তাঁকে সম্মান জানালেন, তাতে মনে হল, উনি শুধু পুরুষ-প্রধান ছবিই বানান না। ওঁরা মেজাজটাও অনেকটাই পৌরুষপূর্ণ। ধন্যবাদ। তবেদয়া করে আমাকে আপনার ছবিতে কোনও চরিত্র দেবেন না। তা হলে আপনার আলফা মেল চরিত্রগুলি নারীবাদী হয়ে যাবে, আর আপনার ফিল্মও মার খাবে। আপনি ব্লকবাস্টার ছবি তৈরি করেন। ইন্ডাস্ট্রির আপনাকে দরকার।'
আরও পড়ুন:অমিতাভ-শাহরুখ-জুহি অভিনীত 'ভূতনাথ' ছবির বঙ্কুকে মনে আছে? এখন কেমন দেখতে হয়েছে তাঁকে?