Kangana Ranaut : কঙ্গনাকে 'প্রাণনাশের হুমকি', পুলিশের সাহায্য চাইলেন বিজেপি সাংসদ !
Emergency Movie : 'Emergency' ছবিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন তিনি।
![Kangana Ranaut : কঙ্গনাকে 'প্রাণনাশের হুমকি', পুলিশের সাহায্য চাইলেন বিজেপি সাংসদ ! Kangana ranaut receives death threats over her new film shares video to dgp maharashtra himachal and punjab Kangana Ranaut : কঙ্গনাকে 'প্রাণনাশের হুমকি', পুলিশের সাহায্য চাইলেন বিজেপি সাংসদ !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/27/857ed35d7e071964f7e3ea29c3452e281724738511768170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর পরবর্তী ছবি 'Emergency'-র ট্রেলার। এর পর থেকেই নাকি তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এমনই অভিযোগ তুললেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। একদল লোক তাঁকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। এই মর্মে পুলিশের কাছে সাহায্য চেয়েছেন কঙ্গনা। 'Emergency' ছবিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। তাতে দেখা গেছে, একটি ঘরে গোলাকারে ৬ জন বসে রয়েছেন। তাঁদের মধ্যে দু'জন নিহাঙ্গ শিখদের মতো পোশাক পরে আছেন। উপস্থিতদের মধ্যে একজন বলছেন, যদি ছবিটি মুক্তি পায়, শিখ সম্প্রদায় এর নিন্দা করবে। "চপ্পল দিয়ে আপনার সিনেমাকে স্বাগত জানানো হবে।"
অপর একজন হুমকি দিয়ে বলেন, "যদি সিনেমায় তাঁকে (খলিস্তানি জঙ্গি জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে) জঙ্গি হিসাবে দেখানো হয়, তাহলে মনে রাখবেন সেই মানুষটার (ইন্দিরা গান্ধী) কী হয়েছিল যাঁর সিনেমা আপনি করছেন।" এই ব্যক্তি ভিকি থমাস সিং হিসাবে পরিচয় পাওয়া গেছে। যিনি নিজেকে এক্স হ্যান্ডেলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে পরিচয় দিয়েছেন। তিনি ইন্দিরা গান্ধীর প্রহরা সতওয়ন্ত সিং ও বিয়ান্ত সিং যাঁরা প্রাক্তন প্রধানমন্ত্রীকে ১৯৮৪ সালে খুন করেছিলেন, তাঁদের কথা বলেছেন। তিনি বলেন, "সতওয়ন্ত সিং ও বিয়ান্ত সিং কে ছিলেন ? আমার আমাদের মাথা দিয়ে দেব, কিন্তু যাঁরা মাথা দিতে পারেন, তাঁরা শিরশ্ছেদও করতে পারেন।" সেই ভিডিও শেয়ার করে এবং মহারাষ্ট্রের ডিজিপি ও হিমাচলপ্রদেশ ও পাঞ্জাব পুলিশের উদ্দেশে আবেদন জানিয়েছেন অভিনেত্রী। কঙ্গনা লিখেছেন, "দয়া করে বিষয়টি দেখুন।"
গত জুন মাসেই চণ্ডীগড় বিমানবন্দরে এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ ওঠে কঙ্গনাকে চড় মারার। কুলবিন্দর কৌর নামে ওই জওয়ান ঘটনার দায়ও স্বীকার করে নেন। তাঁকে সাসপেন্ড করা হয়। ভাইরাল হয় সেই ঘটনার একটি ভিডিও। ভাইরাল হওয়া এক ভিডিও-তে শোনা গিয়েছিল, কৃষকদের নিয়ে কঙ্গনার মন্তব্যে যারপরনাই ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর। তারপরই এই ঘটনা ঘটিয়েছেন তিনি।। এই ঘটনার পর তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয় এবং সাসপেন্ড করা হয় অভিযুক্ত মহিলা জওয়ানকে। এক উচ্চপদস্থ সিআইএসএফ জওয়ান জানান যে তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)