Kangana Ranaut: বাড়ি এসে অনুরোধ করেছিলেন রণবীর, তবুও 'সঞ্জু' ছবিতে অভিনয়ের প্রস্তাব ফেরান কঙ্গনা
Kangana Ranaut on 'Sanju': সিদ্ধার্থ কন্ননের সঙ্গে এক কথোপকথনে বলিউডের 'ক্যুইন' দাবি করেন, যে ইন্ডাস্ট্রির একাধিক তারকাদের থেকে আসা কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। উঠে এল কাদের নাম?
নয়াদিল্লি: এমনিতেই কঙ্গনা রানাউত (Kangana Ranaut) স্পষ্টভাষী বলেই পরিচিত। তার ওপর খুল্লমখুল্লা রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt) আক্রমণ করতে পিছপা হন না তিনি কখনও। বিশেষত প্রসঙ্গ যদি বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণ হয়। সম্প্রতি তিনি রণবীরের 'সঞ্জু' (Sanju) ছবি প্রসঙ্গে এক অজানা তথ্য দিলেন। কঙ্গনা দাবি করেন রাজকুমার হিরানির জনপ্রিয় এই ছবির একটি চরিত্রের প্রস্তাব পেয়েছিলেন কঙ্গনা, যা তিনি ফিরিয়ে দেন। এমনকী রণবীর তাঁকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন তাও রাজি হননি অভিনেত্রী, দাবি কঙ্গনার।
রণবীরের 'সঞ্জু' ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন কঙ্গনা?
সিদ্ধার্থ কন্ননের সঙ্গে এক কথোপকথনে বলিউডের 'ক্যুইন' দাবি করেন, যে ইন্ডাস্ট্রির একাধিক তারকাদের থেকে আসা কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। যদিও তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় যে তাঁর প্রকাশ্যে সমালোচনা করা বা বিতর্ক কোনওভাবে কর্মক্ষেত্রে সম্পর্ক বজায় রাখতে সমস্যা তৈরি করেছে কি না, কঙ্গনা পরিষ্কার জানান যে তাঁর কখনও কোনও সমস্যা হয়নি।
'এমার্জেন্সি' অভিনেত্রী বলেন, 'রণবীর নিজে আমার বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন, 'দয়া করে 'সঞ্জু'তে একটা চরিত্র করো'। আমি করিনি, কিন্তু তার মানে এই নয় যে...'।
খানেদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে কঙ্গনা
রাজ সামানির সঙ্গে এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান যে বলিউডের তিন খানের সঙ্গেই অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। কারণ তাঁর মনে হয়েছিল যে সেই ছবিগুলিতে মহিলা চরিত্রগুলি যথেষ্ট হবে না। এছাড়া কঙ্গনা এও জানান যে তিনি ১০ থেকে ১৫ কোটি মূল্যের এনডোর্সমেন্টের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। তার কারণ সেগুলি সবই 'ফেয়ারনেস ক্রিম'-এর বিজ্ঞাপন ছিল।
তিনি বলেন, 'আমি খানেদের সঙ্গে সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে, প্রত্যেক খানই আমার সঙ্গে অত্যন্ত ভদ্র ও ভাল আচরণ করেন। অনেকেই এমন আছেন যাঁরা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন কিন্তু খানেরা তাঁদের মধ্যে নেই।'
আরও পড়ুন: Dhoom 4 Casting: শাহরুখ, হৃতিক, রণবীর.. 'ধুম ৪'-এর কাস্টিং নিয়ে জোর জল্পনা, সত্যিটা কী?
কাজের ক্ষেত্রে কঙ্গনা রানাউতকে এরপর দেখা যাবে নিজের পরিচালিত ও প্রযোজিত ছবি 'এমার্জেন্সি'তে। একাধিকবার ছবির মুক্তির তারিখ বদলেছে। ছবিতে তাঁকে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে তিনি ছাড়াও শ্রেয়স তলপড়ে, অনুপম খের, মহিমা চৌধুরি প্রমুখ অভিনয় করেছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।