Kangana Lock Upp: 'নেপোটিজম নিয়ে আমার সমস্যা নেই', একতার শোয়ে যোগ দিয়ে বললেন কঙ্গনা
Kangana Lock Upp: কঙ্গনা তাঁর প্রথম রিয়েলিটি শো হোস্ট করতে চলেছেন, একতা কপূর পরিচালিত 'লক আপ'-এ। অনেক বিতর্কিত সেলিব্রিটিদের কারাগারের পিছনে থাকতে হবে যেখানে তাঁদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।
নয়াদিল্লি: কঙ্গনা রানাউত (Kangana Ranaut) চিরকালই নানা বিষয়ে সরব হন। তার মধ্যে অন্যতম 'স্বজনপোষন' বা যাকে বলে 'নেপোটিজম' (Nepotism)। কিন্তু এবার তিনি 'লক আপ' (Lock Upp) নামের এক শোর জন্য একতা কপূরের সঙ্গে হাত মিলিয়েছেন। ফলে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। তার প্রতিক্রিয়া হিসাবে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিও ক্লিপটি কঙ্গনার একটি সাক্ষাৎকারের যেখানে তিনি একতার সমর্থনে কথা বলেছেন।
কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করে নিয়েছেন। যেটি মূলত তাঁর একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'নেপোটিজম কখনওই আমার সমস্যা ছিল না। কিন্তু নেপোটিজমের কারণে সমস্যাটি বহিরাগতদের উপর জমছিল। পার্থক্য আছে দুটোর মধ্য়ে। আপনি যদি চুপচাপ আপনার কাজ করে যান, কোনও সমস্যা নেই। কিন্তু যদি কেউ বলেন, "ও বাইরের। ওর এখানে থাকা উচিত নয় কারণ এটা আমাদের বাবা-ঠাকুর্দার জায়গা", সেটা কি ভুল নয়? একতা কখনও ওই দলে পড়েনি, আমি সেটা নিশ্চিত করতে পারি।'
View this post on Instagram
কঙ্গনা তাঁর প্রথম রিয়েলিটি শো হোস্ট করতে চলেছেন, একতা কপূর পরিচালিত 'লক আপ'-এ। এতে অনেক বিতর্কিত সেলিব্রিটিদের কারাগারের পিছনে থাকতে হবে যেখানে তাঁদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।
আরও পড়ুন: New Movie: পবন চোপড়া এবার হাত ধরলেন কলকাতার পরিচালকের, শীঘ্রই আসছে নতুন ছবি