এক্সপ্লোর
Advertisement
হৃতিক ক্ষমা চান তাঁর কাছে, চান কঙ্গনা
মুম্বই: কারও দুর্ব্যবহার সহজে ভুলতে পারেন না কঙ্গনা রানাওয়াত। হৃতিক রোশনের তো নয়ই।
গত বছর এক সাক্ষাৎকারে হৃতিক সম্পর্কে কঙ্গনা উল্লেখ করেন তাঁর দুষ্টু প্রাক্তন প্রেমিক হিসেবে। সেই নিয়ে জল আদালত পর্যন্ত গড়ায়। কঙ্গনা ও হৃতিক শিবিরের নিত্যদিনের কাদা ছোঁড়াছুঁড়িতে হাঁফিয়ে ওঠেন ফিল্মমোদীরা। বেশ কয়েক মাস পর দুতরফের প্রতিনিধি জানান, হৃতিক-কঙ্গনা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে বিষয়টি মিটমাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু ওই যে বললাম, কঙ্গনা সহজে কিছু ভোলেন না।
শিগগিরই তাঁর এক সাক্ষাৎকার প্রকাশ্যে আসতে চলেছে। তার যে ৪০ সেকেন্ডের প্রোমো দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে, কঙ্গনা হৃতিককে ক্ষমা চাইতে বলছেন তাঁর কাছে, যদিও টিজারে হৃতিকের নাম নেই। তিনি বছেন, লোকে এখনও লিক হয়ে যাওয়া ইমেলের সন্ধান করে। ওই বিতর্কের সময় যেভাবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তার কথাও বলছেন তিনি।
শোনা যাচ্ছে, কঙ্গনা বলছেন, আমি কী প্রচন্ড অপমানের মধ্য দিয়ে গিয়েছি- তার কোনও হিসেব সম্ভব নয়। হগোটা রাত কাঁদতাম। ঘুমোতে পারতাম না। সেই চাপ, আঘাত- মানসিক, আবেগের দিক থেকে... বলছেন তিনি।
সাক্ষাৎকারটি প্রকাশিত হলে জানা যাবে কঙ্গনা ঠিক কী কী বলেছেন। কেউ আবার তেড়ে ফুঁড়ে আদালতের দিকে ছোটেন কিনা, তা নিয়েও আগ্রহ রয়েছে বলিউডের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement