Kanta Laga: মুক্তি পেলো নেহা কক্কর-টোনি কক্করের মিউজিক ভিডিও 'কাঁটা লাগা', রয়েছেন হানি সিংহও
ইউটিউবে এই ভিডিও মুক্তি পাওয়া মাত্রই ঝড় তুলেছে দর্শকদের মধ্যে।
মুম্বই : সদ্যই মুক্তি পেয়েছে নেহা কক্কর এবং টোনি কক্করের নতুন মিউডিক ভিডিও 'কাঁটা লাগা' (Kanta Laga)। ইউটিউবে এই ভিডিও মুক্তি পাওয়া মাত্রই ঝড় তুলেছে দর্শকদের মধ্যে। তবে কক্কর ভাইবোন একাই নন, এই মিউজিক ভিডিওতে রয়েছেন ইয়ো ইয়ো হানি সিংহও। জানা যাচ্ছে, প্রথমবার তিনজন একসঙ্গে কোনও প্রোজেক্টে কাজ করেছেন।
নতুন মিউজিক ভিডিও 'কাঁটা লাগা'-তে হানি সিংহের (Yo Yo Honey Singh) সঙ্গে কাজ করার প্রসঙ্গে নেহা কক্কর (Neha Kakkar) বলেছেন,'এর আগেও আমি টোনি এবং হানি সিংহের সঙ্গে কাজ করেছি। এই ভিডিওতে কাজ করতে গিয়ে অনেক মজার অভিজ্ঞতা হয়েছে। দারুণ এনজয় করে আমরা কাজ করেছি। তাছাড়া ওদের দুজনের সঙ্গে কাজ করা পার্টি করার মতোই। এবার দর্শকদেরও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পার্টিতে যোগ দেওয়ার জন্য।'
আরও পড়ুন - SVC 50: শঙ্করের পরিবর্তী ছবিতে কার সঙ্গে জুটি বাঁধছেন কিয়ারা আডবানি?
তাঁকে নিয়ে পারিবারিক বিতর্ক চলছেই। এরই মধ্যে মুক্তি পেয়েছে নতুন মিউজিক ভিডিও। কক্কর ভাই-বোনের সঙ্গে কাজ করার প্রসঙ্গে হানি সিংহ বলেন, 'নেহা এবং টোনি (Toni Kakkar) এরা দুজনেই আমার অনেক দিনের পরিচিত। এতদিন হয় শুধু নেহার সঙ্গে নাহলে টোনির সঙ্গে কাজ করেছি। একসঙ্গে প্রথমবার তিনজন কাজ করলাম। একসঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। আশা করছি এই পার্টি চলতেই থাকবে। আর দর্শকদেরও 'কাঁটা লাগা' ভালো লাগবে। তাঁরা গানটি উপভোগ করবেন।'
'কাঁটা লাগা' গানটি পরিচালনা করেছেন মিহির গুলাটি। গানটি মুক্তি পেয়েছে অংশুল গর্গের দেশি মিউজিক ফ্যাক্টরি নামক সংস্থা থেকে। প্রসঙ্গে অংশুল গর্গ বলছেন, 'দর্শকদের উত্তেজনা টের পাচ্ছি। তাঁরা যেভাবে গানটি নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন, তা দেখে ভালো লাগছে। গানটি নেহা, টোনি এবং হানি-র অনুরাগীদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে গানটি তৈরি এবং তিনজনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।'