![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Srijato on The Kapil Sharma Show: রবীন্দ্রসঙ্গীতের অপমান, কপিল শর্মার শো নিয়ে শ্রীজাতর প্রতিবাদ, কী লিখলেন সুরকার ইন্দ্রদীপ ?
Kapil Sharma Show Controversy: রবীন্দ্রনাথের অবমাননা বিষয়ে মুখ খুলেছেন শ্রীজাত। সমাজমাধ্যমে এই শোয়ের তরফ থেকে ক্ষমাপ্রার্থনা দাবি করেছেন তিনি এবং ৭ দিনের মধ্যে এই অংশ পুনর্সম্পাদনার দাবি জানিয়েছেন।
![Srijato on The Kapil Sharma Show: রবীন্দ্রসঙ্গীতের অপমান, কপিল শর্মার শো নিয়ে শ্রীজাতর প্রতিবাদ, কী লিখলেন সুরকার ইন্দ্রদীপ ? Kapil Sharma Show Row Indraadip Dasgupta Sharing Srijatos Post Takes a Dig on Disrespect of Rabindranath Tagore Srijato on The Kapil Sharma Show: রবীন্দ্রসঙ্গীতের অপমান, কপিল শর্মার শো নিয়ে শ্রীজাতর প্রতিবাদ, কী লিখলেন সুরকার ইন্দ্রদীপ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/02/865b7f77d8d51e9a46c26cc2819b7b0f1730536763148900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দেশের টেলিভিশন জগতে কমেডি শো হিসেবে বিপুলভাবে জনপ্রিয় কপিল শর্মা-র শো। সম্প্রতি নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মেও জনপ্রিয় হয়েছে এই শো 'গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো' (Great Indian Kapil Show) নামে। আর এই শো-তেই রবীন্দ্রসঙ্গীতের অবমাননা নিয়ে সরব হয়েছেন বিশিষ্ট কবি, গীতিকার শ্রীজাত (Srijato on Kapil Sharma Show)। রবীন্দ্রনাথের 'একলা চলো রে' গানটিকে নিয়ে অশালীন অঙ্গভঙ্গি এবং বিদ্রুপ, মাত্রাধিক মস্করার অভিযোগে প্রতিবাদ জানিয়েছেন তিনি। এমনকী এই ঘটনা নিয়ে কোনো গুরুতর পদক্ষেপ না করলে আইনি পথে হাঁটারও হুমকি দিয়েছেন শ্রীজাত। আর তাঁর সমাজমাধ্যম পোস্টে সহমত জানিয়েই এই ঘটনায় সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দেন সুরকার ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Das Gupta)। ধিক্কার দিলেন কপিল শর্মার শোতে ঘটে যাওয়া এই ঘটনাকে।
রবীন্দ্রনাথের অবমাননা বিষয়ে মুখ খুলেছেন শ্রীজাত। সমাজমাধ্যমের পোস্টে এই শোয়ের তরফ থেকে ক্ষমাপ্রার্থনা দাবি করেছেন তিনি এবং সাতদিনের মধ্যে ক্ষমাপ্রার্থনার সঙ্গে সঙ্গে এই অংশ পুনর্সম্পাদনা করার দাবি জানিয়েছেন তিনি। দীর্ঘ পোস্টে অবমাননাকর ঘটনার প্রতিবাদ করেছেন তিনি। আর তাঁর সেই পোস্ট নিজের সমাজমাধ্যম প্রোফাইলে শেয়ার করে সুরকার ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত লেখেন, 'ধিক্কার আপনাকে ! দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো ! মিস্টার কপিল আপনার আস্পর্ধা এত হয় কীভাবে ? আপনি সামান্য একটা শো পরিচালনা করেন আর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। এই অবমাননা এবং ধৃষ্টতার জন্য সত্বর ক্ষমাপ্রার্থনা করতে হবে আপনাকে'।
শ্রীজাত লিখছেন, 'সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভুত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মস্করার সরঞ্জাম হিসেবে বেছে নেন। হঠাৎ তো বেছে নেননি, সেভাবেই চিত্রনাট্য সাজানো ছিল। ঠিক কী হয়েছে, কেমনভাবে হয়েছে, এখানে বিস্তারিত বলছি না। কিন্তু ‘একলা চলো রে’ গানটি নিয়ে কৃষ্ণ অভিষেক যে-ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহুদূর চলে গেছে, অন্তত আমার চোখে।'
গতকাল রাতেই একটি পোস্টে শ্রীজাত জানান যে কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেক তাঁর কাছে ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন যে কাউকে আঘাত করার বদলে বিনোদনই ছিল তাঁর উদ্দেশ্য। এমনকী শোয়ের ক্রিয়েটিভ টিমের সঙ্গেও এই বিষয়ে কথা বলবেন তিনি, এমনটাই জানিয়েছেন কৃষ্ণ অভিষেক। শ্রীজাত লেখেন, 'একদিনের অবকাশে এটাও আমার কাছে অনেকখানি'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)