এক্সপ্লোর
Advertisement
সুশান্তের মৃত্যুর পর ‘ঘৃণা ছড়ানো’ পোস্ট, ভেঙে পড়েছেন কর্ণ জোহর, শুধু কেঁদেই চলেছেন, দাবি বন্ধুর
সুশান্ত মারা গিয়েছেন তিন সপ্তাহ হয়ে গেল। আর এই সময়টা একটানা নেপোটিজমের অভিযোগে কর্ণ এবং অন্যান্য তারকা পরিবারের ছেলেমেয়েদের সোশ্যাল মিডিয়ায় কার্যত দুরমুশ করে চলেছেন সুশান্ত-র ফ্যানরা।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে অবিরাম,অনবরত সোশ্যাল মিডিয়ায় মানুষের ঘৃণার সম্মুখীন হয়ে নাকি মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েছেন চিত্র পরিচালক কর্ণ জোহর। বারবার তিনি একটাই কথা বলে চলেছেন, ‘আমি কি অন্যায় করেছি যে আমাকে মানুষ এমন ঘৃণার পাত্র হিসেবে দেখছেন। এই কি আমার পাওনা ছিল!’ কর্ণের এক বন্ধু তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে এই কথা জানিয়েছেন।
সুশান্ত মারা গিয়েছেন তিন সপ্তাহ হয়ে গেল। আর এই সময়টা একটানা নেপোটিজমের অভিযোগে কর্ণ এবং অন্যান্য তারকা পরিবারের ছেলেমেয়েদের সোশ্যাল মিডিয়ায় কার্যত দুরমুশ করে চলেছেন সুশান্ত-র ফ্যানরা। তাঁদের বক্তব্য, এই স্টারকিডদের নেপোটিজমের জন্যই বহু যোগ্য মানুষ ইন্ডাস্ট্রিতে সুযোগ পায় না। আর যারা সুযোগ করে নিয়ে নিজের মতো করে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলে, তাদেরকে সুশান্ত-র মতো একঘরে করে ফেলা হয়,তখন মানসিক চাপ সহ্য করতে না পেরে তারা আত্মহত্যার পথ বেছে নেয়।
বারবার ট্রোলড হওয়া নিয়ে কর্ণ চুপ করেই থেকেছেন। কিন্তু কর্ণের বন্ধু জানাচ্ছেন, ও একেবারেই ভেঙে পড়েছে। ও ভেবেছিল এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে থেকে চামড়া যথেষ্ট মোটা হয়ে গিয়েছে, তাই আর কারও কথায় তেমন কিছু অনুভব হবে না। কিন্তু সুশান্তের ঘটনার পর যে পরিস্থিতির মধ্যে ওকে পড়তে হয়েছে, তাতে ও আর স্বাভাবিক থাকতে পারছে না। খালি খালি কাঁদছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement