এক্সপ্লোর
Advertisement
'কেশরী'র নায়িকার নাম ঘোষণার সময় অক্ষয় কুমারের ছবি ব্যবহার করে ট্রোলড কর্ণ জোহর!
মুম্বই: টুইটারে অক্ষয় কুমারের ছবি দিয়ে 'কেশরী' ছবির মুখ্য চরিত্রে থাকা অভিনেত্রীর নাম ঘোষণা করে নেটিজেনদের ট্রোলের মুখে পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। ক্রমাগত আক্রমণের মুখে অবশেষে নিজের ভুল স্বীকার করে পরিণীতির ছবি দিয়েই 'কেশরী' ছবির নায়িকার নাম ফের ঘোষণা করলেন কর্ণ।
শ্যুটিং ফ্লোরে যাওয়ার জন্যে তৈরি কর্ণ জোহরের ছবি 'কেশরী'। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। তবে এতদিন পর্যন্ত স্থির হয়নি ছবিতে মুখ্য নায়িকার চরিত্রে কে অভিনয় করছেন। জল্পনা শোনা যাচ্ছিল পরিণীতি চোপড়া হয়তো করবেন মুখ্য চরিত্রটি। অবশেষে সমস্ত জল্পনা শেষে কর্ণ জোহর টুইটারেই ঘোষণা করলেন তাঁর আসন্ন ছবির মুখ্য অভিনেত্রীর নাম। তিনি হলেন পরিণীতি চোপড়াই। কিন্তু খবরটি পোস্ট করার সময় কেশরীর অক্ষয়ের ছবিটি ব্যবহার করেন। তারপরই শুরু হয় আক্রমণের ঝড়। তবে তারপর তিনি কেন অক্ষয়ের ছবি দিয়ে পরিণীতির নাম ঘোষণা করেছিলেন, সেকথাও সাফাইয়ে বলেন। যেহেতু 'কেশরী' ছবির পোস্টার ছিল ওটা, সেই জন্যে ছবির নায়িকার নাম ঘোষণা করতে ব্যবহার করা হয় ছবিটি। ছবিতে অক্ষয়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে পরিণীতিকে।The lead actress in #KESARI is ........PARINEETI CHOPRA! @ParineetiChopra pic.twitter.com/kP2VV1fqp9
— Karan Johar (@karanjohar) January 10, 2018
Ok guys that was meant to be an image of #KESARI whilst announcing the lead actress of the film! Clearly Twitter is quick to Jump and attack! Apologies!!!!! This is to re announce the wonderfully talented @ParineetiChopra as lead cast of #KESARI pic.twitter.com/5IXYjjDcgy — Karan Johar (@karanjohar) January 10, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement