এক্সপ্লোর
Advertisement
সময়ের আগে জন্মেছে দুই সন্তান, টুইটারে আবেগঘন চিঠি লিখলেন কর্ণ জোহর
মুম্বই: সম্প্রতিই যমজ সন্তানের বাবা হওয়ার কথা টুইট করে সকলকে জানিয়েছিলেন বলিউডের পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। এবার সেই টুইটারেই সন্তানদের আগে জন্মে যাওয়া নিয়ে আবেগঘন টুইট করলেন কর্ণ। সেখানেই তিনি জানিয়েছেন, তাদের সময়ের আগে জন্মে যাওয়ায় মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। এমনকি ছোট্ট দুটি প্রাণের ওজনও জন্মের সময় মারাত্মক কম ছিল।
কর্ণ টুইট করেছেন, তাঁর সন্তানরা সময়ের দুমাস আগে জন্মে গিয়েছিলেন। আর পাঁচজন সাধারণ বাবাদের মতোই তিনিও সেসময় ঘাবড়ে গিয়েছিলেন। এই সংক্রান্ত একটি চিঠি তিনি লিখে টুইটারে পোস্টও করেন। সেখানে তিনি লেখেন যখন তিনি তাঁর সন্তানদের কোলে নিতে চাইতেন, তখন তাদের এনআইসিইউতে রাখা হত। এই নিয়ে মারাত্মক দুঃখও পেয়েছিলেন পরিচালক-প্রযোজক। তবে রুহি, যশের জন্মের খবর জানার পর তাঁকে সবাই শুভেচ্ছা জানিয়েছিলেন। তাঁদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছেন কর্ণ।
My mother and I remain eternally grateful from the bottom of our hearts for all the love and care that were given to Roohi and Yash Johar... pic.twitter.com/G18HsgTkXl
— Karan Johar (@karanjohar) March 27, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement