এক্সপ্লোর
Advertisement
'প্রতিদিন আরও বেশি ভালোবাসব' বিবাহবার্ষিকীতে বার্তা কর্ণের, 'ভালোবাসার ওপর কিছু হয় না' প্রত্যুত্তর বিপাশার
আজ বিবাহবার্ষিকী। স্ত্রীকে ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে বিয়ের ভিডিও পোস্ট করলেন কর্ণ সিংহ গ্রোভার। প্রত্যুত্তরে একই ভিডিও পোস্ট করছেন স্ত্রী বিপাশা বসুও।
মুম্বই: আজ বিবাহবার্ষিকী। স্ত্রীকে ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে বিয়ের ভিডিও পোস্ট করলেন কর্ণ সিংহ গ্রোভার। প্রত্যুত্তরে একই ভিডিও পোস্ট করছেন স্ত্রী বিপাশা বসুও।
২০১৬ সালে বাঙালি ও খ্রীস্টান মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার। আজ তাঁদের বিবাহের ৪ বছরের পূর্তিতে একই ভিডিও পোস্ট করে স্মৃতিচারণায় বিপাশা-কর্ণ। 'অ্যালোন' ছবিটি করতে গিয়ে প্রথম আলাপ হয় বিপাশা ও কর্ণের। তারপর প্রেম ও অবশেষে বিবাহ।
আজ এই ভিডিও শেয়ার করে কর্ণ লেখেন, 'শুভ বিবাহবার্ষিকী ভালোবাসা। তুমি আমায় সঠিক কাজের জন্য প্রশংসা করেছো আবার ভুল কাজের জন্য শাসন করেছ। আমি প্রতিদিন আরও বেশি করে তোমায় ভালোবাসব, কথা দিলাম।'
প্রত্যুত্তরে সেই একই ভিডিও পোস্ট করেন বিপাশা বসু। লেখেন, 'ভালোবাসার ওপরে কোনও অনুভূতি নেই। কোনও শক্তি নেই। আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি যে আমার গভীরভাবে ভালোবাসে। আজ আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী। সত্যি কিভাবে সময় পেরিয়ে যায়।'
এর আগে একটি সাক্ষাৎকারে বিপাশা বলেছিলেন, 'আমি কর্ণকে ভালোবাসি কারণ আমরা একেবারে একরকম। আমরা প্রকৃতিকে ভালোবাসি, ঘুরে বেড়াতে ভালোবাসি।' অন্যদিকে কর্ণ বলেছিলেন, 'বিপাশার সঙ্গে জীবনের নতুন অর্থ খুঁজে পাই। ও হাসলে মনে হয় সব ঠিক আছে।'
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement