এক্সপ্লোর
Advertisement
করিনা শাহরুখের মত টাকা চায়, রাজি হইনি: ফের কর্ণ জোহরের বোমা
মুম্বই: কাজলের সঙ্গে সম্পর্কের শীতলতা থেকে নিজের সমকামিতা- আত্মজীবনী ‘দ্য আনস্যুটেবল বয়’-তে কাউকে ছাড়েননি কর্ণ জোহর। আত্মজীবনীর পাতায় পাতায় ছড়িয়ে আছে বিতর্কিত মন্তব্য। যেমন করিনা কপূর। কর্ণ জানিয়েছেন, এই ইন্ডাস্ট্রিতে করিনা তাঁর ফার্স্ট প্রবলেম।
কর্ণের বক্তব্য, করিনাকে কাল হো না হো অফার করেন তিনি। করিনা স্রেফ জানিয়ে দেন, করব, তবে শাহরুখের মত টাকা চাই। এরপর নাকি ১ বছরের বেশি মুখ দেখাদেখি ছিল না তাঁদের। এতদিন ধরে ইস্যুটা টেনে নিয়ে যাওয়ার জন্য কর্ণ অবশ্য নিজেকেই দুষেছেন। কারণ তাঁর বাবার মৃত্যুর পর করিনাই মিটমাট করে নেন তাঁর সঙ্গে।
কিন্তু আচমকা কেন অত টাকা চেয়ে বসলেন করিনা তখন তো তাঁর ছবিও একের পর এক ফ্লপ হচ্ছিল। কর্ণ জানাচ্ছেন, ওই ফ্লপের বন্যাই করিনার বেঁকে বসার একমাত্র কারণ। তার ঠিক আগে আগে রিলিজ করে ‘মুঝসে দোস্তি করোগে’। আদিত্য চোপড়ার অ্যাসিস্ট্যান্ট কুণাল কোহলি বানান ছবিটি। কিন্তু হৃতিক-রানি-করিনা অভিনীত ছবিটি ফ্লপ করে। আবার ‘কাল হো না হো’ পরিচালনার কথা ছিল কর্ণের অ্যাসিস্ট্যান্ট নিখিল আডবাণীর। শুনেই করিনা বলে দেন, আদিত্য চোপড়ার অ্যাসিস্ট্যান্ট কুণাল ওই ফ্লপ ছবি বানিয়েছে। নিখিলও অ্যাসিস্ট্যান্ট, ওকেও ভরসা করা যায় না। এরপরেই তিনি শাহরুখের মত টাকা দাবি করেন। আর তা ঘিরে যত অশান্তি!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement