Shahid-Kareena: এখনও তিক্ততা! রেড কার্পেটে শাহিদের মুখোমুখি হতেই ছিটকে সরে গেলেন করিনা
Kareena Kapoor meets Shahid Kapoor: এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হয়েছে শুরু হয়েছে বিভিন্ন তরজা
কলকাতা: তাঁদের সম্পর্কের কথা জানেন না, বলিউডে এমন মানুষ বোধহয় নেই। তাঁদের সম্পর্ক দীর্ঘদিনের হলেও সেটা গড়ায়নি বিয়ে পর্যন্ত। বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। বেশ অনেক বছর পেরিয়ে গেলেও, তাঁদের দুজনের আলাদা সংসার হলেও, এখনও যেন মেটেনি সেই তিক্ততা। শাহিদ কপূর (Shahid Kapoor) আর করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিও যেন উস্কে দিল তাঁদের সম্পর্কের তিক্ততার জল্পনা।
সদ্য, দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড (Dadasaheb Phalke International Film Festival Awards)-এর রেড কার্পেটে ভাইরাল হয়েছে একটি মুহূর্ত। সেখানে দেখা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শাহিদ, পোজ দিচ্ছেন ক্যামেরার দিকে। ইতিমধ্যেই সেখানে হাজির হন করিনা। শাহিদকে কার্যত পেরিয়ে গিয়ে করিনা হাত মেলান তাঁর পাশের ব্যক্তির সঙ্গে। হাত মিলিয়ে তারপরে চলে যান। একবারও তাকিয়েও দেখেন না শাহিদের দিকে। মুখে হাসি রেখেই শাহিদ সামাল দেন গোটাটা। করিনা পাপারাৎজিদের দিকে পোজ দেন ঠিকই, তবে পাশের ফ্রেমে।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হয়েছে শুরু হয়েছে বিভিন্ন তরজা। এই ঘটনা থেকে এই বিষয়টা অনেকের কাছেই স্পষ্ট যে এত বছর পরেও নিজেদের সম্পর্ককে স্বাভাবিক করতে পারেননি শাহিদ ও করিনা। তবে বিচ্ছেদের পরেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। 'যব উই মেট' (Jab We Met) ছবিটি চলাকালীনই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপরেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তবে এখন দুজনেই ব্যস্ত নিজের নিজের সংসারে। সইফ আলি খান (Saif Ali Khan) ও পুত্র জেহ ও তৈমুরকে নিয়ে সংসার করছেন বেগম বেবো। অন্যদিকে, মীরা ও দুই সন্তানকে নিয়ে শাহিদও থিতু হয়েছেন। তবে এত বছর পরেও যেন মেটেনি শাহিদ-করিনার তিক্ততা। তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই করিনার টিমের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, করিনা ইচ্ছাকৃতভাবে শাহিদ কপূরকে এড়িয়ে যাননি। গোটা বিষয়টাই সম্পূর্ণ অনিচ্ছাকৃত।
View this post on Instagram
আরও পড়ুন: Amir and Kiran: কীভাবে ভাল স্বামী হতে পারি? বিচ্ছেদের পরে কিরণকে প্রশ্ন করেছিলেন আমির