Happy Birthday Soha Ali Khan: ননদের জন্মদিনে তাঁর বিশেষ খাদ্যাভ্যাস ফাঁস করলেন করিনা কপূর খান
সোহা আলি খানের জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে অনুরাগীরা এবং বলিউডের অন্যান্য তারকারা। বাদ যাননি বৌদি করিনা কপূর খানও।
মুম্বই: আজ জন্মদিনে বলিউড অভিনেত্রী সোহা আলি খানের (Soha Ali Khan)। বলিউডের অভিনেত্রী ছাড়াও তাঁর পরিচয় অনেক। তিনি কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং পতৌদির নবাব মনসুর আলি খানের মেয়ে। পাশপাশি তাঁর দাদা সেফ আলি খান বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেতা। অন্যদিকে তিনি বলিউড অভিনেতা কুনাল খেমুর স্ত্রী। সোহা আলি খানের জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিক থেকে অনুরাগীরা এবং বলিউডের অন্যান্য তারকারা। বাদ যাননি বৌদি করিনা কপূর খানও (Kareena Kapoor Khan)। তিনিও একটি বিশেষ ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ননদকে। পাশাপাশি সোহা আলি খানের একটি বিশেষ খাদ্যাভ্যাস ফাঁস করলেন বেবো।
আরও পড়ুন - Mumbai Cruise Drug Bust: ছেলে ৪ বছর ধরে মাদক নিচ্ছে, জানতেন শাহরুখ-গৌরী? দাবি এনসিবি সূত্রে
এদিন করিনা কপূর খান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে সোহা আলি খানের একটি পুরনো ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান। ছবিটি সোহা আলি খানের সঙ্গে বলিউড অভিনেতা কুনাল খেমুর বিয়ের দিনের। শুভেচ্ছা জানানোর পাশাপাশি সোহা আলি খানের একটি অভ্যাসও ফাঁস করেন তিনি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করিনা কপূর খান লেখেন, 'যেদিন আমি প্রথমবার ওর সঙ্গে ছুটি কাটাতে মলদ্বীপে যাই, দেখি ও খাবার থেকে চিকেনের টুকরোগুলো গ্লাসের জলে ধুয়ে নিচ্ছে। যাতে চিকেনের গায়ে লেগে থাকা মশলা ধুয়ে যায়। তারপর তা এমনিই খেয়ে নিচ্ছে। আমি জানি ও কতটা কুল থাকতে পছন্দ করে। আর এটা আমার ভাবতে ভালো লাগে যে আমি ওকে এভাবে চিনতে পেরেছি। শুভ জন্মদিন ননদ। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য সবসময়। আমার মনে হয় এই ছবিতে আমাদের প্রত্যেককেই খুব সুন্দর লাগছে। ওল্ড ইজ গোল্ড।'
সোহা আলি খান যে কতটা স্বাস্থ্য সচেতন, তা অনুরাগীরা সকলেই জানেন। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই তাঁর ফিটনেসের বিভিন্ন ছবি এবং ভিডিও দেখতে পাওয়া যায়। এবার স্বাস্থ্য সচেতন বৌদি করিনা কপূর খান আরও ফাঁস করে দিলেন তাঁর খাদ্যাভ্যাস। তিনি যে এতটুকুও মশলাদার খাবার খান না, তাই তাঁর রূপের এত ঝলক।