Kartik Aaryan Update: কার্তিক আরিয়ানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
কখনও 'পেয়ার কা পঞ্চনামা', কখনও 'সোনু কি টিটু কি সুইটি' আবার কখনও 'ধামাকা' ছবিতে ধামাকাদের অভিনয় করে দর্শক থেকে সমালোচকদেরও মন জিতে নিয়েছেন। কিন্তু এবার অভিনেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগের আঙুল উঠল।
মুম্বই: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) নিঃসন্দেহে এই প্রজন্মের বলি অভিনেতাদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে বেশ কিছুটা এগিয়ে থাকবেন। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে এমনটাই। কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। কখনও 'পেয়ার কা পঞ্চনামা', কখনও 'সোনু কি টিটু কি সুইটি' আবার কখনও 'ধামাকা' ছবিতে ধামাকাদের অভিনয় করে দর্শক থেকে সমালোচকদেরও মন জিতে নিয়েছেন। কিন্তু এবার অভিনেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগের আঙুল উঠল। 'লুকা ছুপি' অভিনেতার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুললেন 'শেহজাদা' (Shehzada) প্রযোজক।
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান 'শেহজাদা' নির্মাতাদের হুমকি দিয়েছেন ছবি থেকে বেরিয়ে যাওয়ার। এর কারণ হিসেবে বিস্তারিতভাবে জানা যাচ্ছে, দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু' ছবিটি মুক্তি পায় বছর দুয়েক আগে। বক্স অফিসে সাফল্য পাওয়ার পর ছবির নির্মাতারা ঠিক করেছিলেন সারা দেশে এই ছবির ডাবিং ভার্সন মুক্তি করানোর। আবার এই ছবিরই হিন্দি রিমেক হিসেবে বলিউডে আসতে চলেছে 'শেহজাদা' ছবিটি। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কৃতী শ্যাননকে। বিভিন্ন সূত্রের দাবি, 'পুষ্পা' খ্যাত আল্লু অর্জুনের 'আলা বৈকুন্ঠপুরামুলু' ছবির হিন্দি ডাবিং ভার্সন যেন সিনেমাহলে মুক্তি না পায়, তাহলে ছবি থেকে সরে যাবেন বলে প্রযোজকদের হুমকি দিয়েছেন কার্তিক আরিয়ান। এদিকে এক সাক্ষাৎকারে 'শেহজাদা' প্রযোজক মনীশ শাহ অভিনেতার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলে জানান যে, ইতিমধ্যেই শেহজাদা ছবির জন্য প্রায় ৪০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি কার্তিক আরিয়ান ছবি থেকে সরে যান, তাহলে ৪০ কোটি টাকার ক্ষতি হবে। এটা কার্তিক আরিয়ানের চূড়ান্ত অপেশাদারিত্বের পরিচয়।
আরও পড়ুন - 5 Years Of Kaabil: 'কাবিল' ছবির পাঁচ বছর পূর্তি, হৃত্বিকের জন্য কেঁদেছিলেন প্রীতি জিন্টা
অন্যদিকে, 'শেহজাদা' ছবির আর এক প্রযোজক ভূষণ কুমার আবার পাশে দাঁড়িয়েছেন কার্তিক আরিয়ানের। অভিনেতার পাশে দাঁড়িয়ে তিনি বলেন, 'আমরা প্রযোজকরা অনুভব করি যে, 'শেহজাদা' ছবিটিই আগে সিনেমাহলে মুক্তি পাওয়া উচিত। 'আলা বৈকুন্ঠপুরামুলু'র হিন্দি ডাবিং নয়। আমরা গোল্ডমাইন প্রযোজনা সংস্থাকে অনুরোধ জানাব, যেন এই ছবির হিন্দি ভার্সন সিনেমাহলে মুক্তি না পায় তার জন্য।'
তিনি আরও বলেন, 'কার্তিক আরিয়ানের কেরিয়ারের শুরু থেকে আমরা ওকে চিনি। আমরা একসঙ্গে অনেকগুলি ছবিতে কাজ করেছি। আমার দেখা অভিনেতাদের মধ্যে অন্যতম পেশাদার অভিনেতা ও।' ভূষণ কুমারের মতো কার্তিক আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন ছবির পরিচালকও।
প্রসঙ্গত, এর আগেও অভিনেতা কার্তিক আরিয়ানের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ উঠেছিল। কর্ণ জোহরের 'দোস্তানা টু' ছবি থেকে অপেশাদারিত্বের কারণেই বাদ পড়েন অভিনেতা। শোনা যায় এমনটাই। যদিও সেই প্রসঙ্গে কর্ণ জোহর কিংবা কার্তিক আরিয়ান কেউই মুখ খোলেননি। পেশাদার সম্পর্ক বজায় রাখার জন্য দুপক্ষই মুখ বন্ধ রাখেন।