Kartik Aaryan: 'প্রেম করার সময়...', সারা আলি খানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কার্তিক আরিয়ান?
Kartik Aryan on love Live: সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে কার্তিক বলেন, 'আমি তো ছবির বাইরে আর কিছু করতেই পারছি না'

কলকাতা: তিনি কী সম্পর্কে রয়েছেন? তাই নিয়ে জোর চর্চা চললেও এই নিয়ে কখনোই মুখ খোলেন না তিনি। শোনা যায়, নাকি সারা আলি খান (Sara Ali Khan)-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে সে শুধুই জল্পনা। এই নিয়ে কখনও মুখ খোলেননি তিনি বা সারা কেউই। কিন্তু নায়কের এই একা থাকার সিদ্ধান্ত কি কোনও বিশেষ সিনেমা থেকে অনুপ্রাণিত? সম্প্রতি এই বিষয় নিয়ে, নিজের সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন কার্তিক আরিয়ান। জানালেন, তাঁর সম্পর্কের কথা। আর সেখানেই তিনি উড়িয়ে দিলেন সব জল্পনা?
কথা হচ্ছে কার্তিক আরিয়ান (Kartik Aryaan)-কে নিয়ে। বলিউডে বর্তমানে নতুন প্রজন্মের যে নায়কেরা কাজ করছেন, তাদের মধ্যে কার্তিক আরিয়ান অন্যতম। তবে তিনি নাকি এখনও সিঙ্গল। এই কথা শুনে হাজার হাজার মহিলা অনুরাগীর মন ভাল হয়ে গেলেও, কেন এই সিদ্ধান্ত কার্তিক আরিয়ানের? সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন কার্তিক। সেখানেই তিনি বলছেন, তিনি নাকি সিনেমা নিয়ে এতটাই ব্যস্ত যে প্রেম করার সময়ই পাচ্ছেন না!
সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে কার্তিক বলেন, 'আমি তো ছবির বাইরে আর কিছু করতেই পারছি না। ব্যাপারটা এমন যে, আমি যেন একই অফিসে রোজ যাচ্ছি। একই লোকের সঙ্গে রোজ দেখা করছি, কাজ করছি। বাইরে যাওয়ার বা অন্য কারও সঙ্গে দেখা করার সময় নেই। কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে প্রেম করার সময়ই নেই।' সেই সঙ্গে কার্তিক যোগ করে দেন আরও একটি মন্তব্য। তিনি বলেছেন, তিনি 'পেয়ার কা পঞ্চনামা' ছবি থেকে অনুপ্রাণিত হয়েছেন। সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে অনুরাগীদের একাংশ চাইছেন, কার্তিক প্রেমে পড়ুক। ছবির পাশাপাশি চলতে থাক তাঁর প্রেমও।
সদ্য মুক্তি পেয়েছে ভুল ভুলাইয়া -র নতুন সিক্যুয়াল। মাধুরী দিক্ষীত ও বিদ্যা বালনের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান। সেই ছবিতে তাঁর কাজ প্রশংসিত হয়েছিল। আগামীতে কার্তিকের হাতে একাধিক কাজ রয়েছে। কাজেই তাঁর কী প্রেম করার সময় হবে? তা হোক আর না হোক.. অনুরাগীরা কিন্তু চান, কার্তিক প্রেমে পড়ুন। সুখ দুঃখ ভাগ করে নিন কোনও একজন প্রিয় মানুষের সঙ্গে।
আরও পড়ুন: Armaan Malik: বিয়ের পরে বদলে গিয়েছে জীবন! এই প্রথম মুখ খুললেন আরমান






















