Kartik Aaryan: এবার 'মিশন ইমপসিবল'-এর পরবর্তী পার্টে টম ক্রুজের পরিবর্তে কার্তিক আরিয়ান?
Bollywood Celebrity Updates: কার্তিক আরিয়ান নাকি এবার 'মিশন ইমপসিবল'-এর পরবর্তী পার্টে টম ক্রুজকেও রিপ্লেস করে দেবেন। সত্যি নাকি এই খবর?
মুম্বই: কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। বি টাউনে যে ছবিরই সিক্যুয়েলের কথা শোনা যাচ্ছে, সবকটিতেই নাম শোনা যাচ্ছে তাঁর। ২০২২ সাল তাঁর কাছে গেম চেঞ্জার একটা বছর। এই বছরটা তিনি শুরু করেন 'ভুলভুলাইয়া টু' ছবি দিয়ে। সেখানে অক্ষয় কুমারের জুতোয় পা গলান কার্তিক। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায় ছবিটি। চকোলেট হিরো থেকে কমেডি চরিত্র, সমস্ত কিছুতেই তাঁর অভিনয় দক্ষতা নজরকাড়া। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে যে, 'হেরা ফেরি'র সিক্যুয়েল 'হেরা ফেরি ৩' আসতে চলেছে। আর সেই ছবিতেই অক্ষয় কুমারের চরিত্রে অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান। এছাড়াও, 'ওয়েলকাম' এবং 'আওয়ারা পাগল দিওয়ানা'র সিক্যুয়েল আসতে চলার কথা শোনা যেতেই জোরদার হয়েছে অভিনেতার নাম। তাই তাঁকে নিয়ে নেট দুনিয়ায় একাধিক মিমের ছড়াছড়ি। বলা হচ্ছে, তিনি নাকি এবার 'মিশন ইমপসিবল'-এর পরবর্তী পার্টে টম ক্রুজকেও রিপ্লেস করে দেবেন। সত্যি নাকি এই খবর?
বলিউড ছেড়ে হলিউড পাড়ি দিচ্ছেন কার্তিক আরিয়ান?
'ভুলভুলাইয়া টু'-এর সাফল্য এবং 'হেরা ফেরি ৩'-এ অভিনয়ের কথা শোনা যেতেই বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে নিয়ে মিমের বন্যা বইছে নেট দুনিয়ায়। মিমগুলিতে বলা হচ্ছে, যেভাবে তিনি সমস্ত সিক্যুয়েলে অভিনয় করছেন। তাতে এবার 'মিশন ইমপসিবল'-এ টম ক্রুজের পরিবর্তে অভিনয় করতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ কার্তিক আরিয়ান। তিনি বলেন, 'আমিও এই মিম দেখেছি। আমার কাছেও এসেছিল। এটা পড়ে আমি সত্যি খুব হেসেছি। একজন আমাকে মিমটা পাঠিয়েছিল যে, আমি নাকি 'মিশন ইনপসিবল'-এ (Mission Impossible) টম ক্রুজের (Tom Cruise) পরিবর্তে অভিনয় করব। পড়েই মারাত্মক হেসেছি।'
আরও পড়ুন - Freddy: 'ফ্রেডি' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন কার্তিক আরিয়ান?
একাধিক হিট ছবির সিক্যুয়েলে অভিনয় করার প্রসঙ্গে কার্তিক আরিয়ান স্পষ্ট করে জানিয়ে দেন যে, তাঁর কাছে সিক্যুয়েল বলে আলাদা কিছু নেই। ছবির গল্পই আসল। তিনি বলেন, 'আমি কোনও পরোয়া করি না। সত্যি কথা বলতে কি, আমি যদি একাধিক ছবির সিক্যুয়েলেও কাজ করি, তাহলেও আমি গুনব না। ছবি অন্য ছবির সিক্যুয়েল হোক আর রিমেক হোক, কিছু যায় আসে না। কারণ, ছবির গল্প, স্ক্রিপ্টই আসল। আমার যদি ছবির গল্প পছন্দ হয়, তাহলে আমি সেই ছবি অবশ্যই করব। তবেই দর্শক প্রেক্ষাগৃহে আসবে ছবিটা দেখতে। তাহলে কেন আমি আমার চিন্তা ভাবনা বদলাবো?'
প্রসঙ্গত, সদ্যই মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের থ্রিলার ছবি 'ফ্রেডি'। যদিও এই ছবি প্রেক্ষাগৃহে নয়। মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এছাড়াও তাঁকে দেখা যেতে চলেছে 'শেহজাদা', 'সত্যপ্রেম কি কথা' ও আরও বেশ কিছু ছবিতে।