এক্সপ্লোর
‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রচারে কেঁদে ফেললেন ক্যাটরিনা, মন ভালো করতে এগিয়ে এলেন সলমন
1/5

সম্প্রতি আসন্ন সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রচারে একটি ড্যান্স রিয়েলিটি শো-তে এসেছিলেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। ওই অনুষ্ঠানে এমন ঘটনা ঘটল যাতে চোখের জল বাঁধ মানল না ক্যাটরিনার।
2/5

এ ধরনের রিয়েলিটি শো-তে বলিউডের কোনও তারকা এলে তাঁরই কিছু জনপ্রিয় গানে প্রতিযোগীরা পারফর্ম করে থাকেন। এরকমটাই এই শো-তেও হয়েছিল। এক প্রতিযোগী সলমনে ‘তেরে নাম’ সিনেমার একটি গানে পারফর্ম করেন। আর তা দেখে আবেগবিহ্বল হয়ে পড়েন ক্যাটরিনা। কেঁদে ফেলেন তিনি।
Published at : 06 Dec 2017 02:40 PM (IST)
View More






















