Katrina and Vicky: ভিকি-শামের নাচের সেশন, স্বামী-শ্বশুরের কাণ্ড দেখে হেসে অস্থির ক্যাটরিনা
Sham Kaushal: ভিডিওয় দেখা যাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পাঞ্জাবী নাচের স্টেপ করছেন বাবা ও ছেলে জুটি। সাদা পোশাকে ট্যুইনিং করতে দেখা যায় তাঁদের।
মুম্বই: দোলের দিন (Holi 2023) সপরিবারে মজায় মাতলেন বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একগুচ্ছ ছবি ও স্পেশাল এখটি ভিডিও। ছবি পোস্ট করেন শাম কৌশলও (Sham Kaushal)। সেখানেই দেখা গেল বাবা-ছেলে নাচের তালিম নিচ্ছেন একসঙ্গে।
শাম-ভিকির নাচের তালিম
বিয়ের পর এই বছর একসঙ্গে তাঁদের দ্বিতীয় দোল উৎসব। পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন তাঁরা এই বিশেষ দিন। বেশ কিছু রঙিন ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় তাঁরা। এর কয়েক ঘণ্টা পর ভিকি কৌশলের বাবা স্টান্টমাস্টার শাম কৌশল একটি মজার ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে।
সেই ভিডিওয় দেখা যাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পাঞ্জাবী নাচের স্টেপ করছেন বাবা ও ছেলে জুটি। সাদা পোশাকে ট্যুইনিং করতে দেখা যায় তাঁদের। মজার এই ভিডিওয় হেসে গড়াগড়ি যাচ্ছেন ভিকি নিজেই। ভিডিওটি মন দিয়ে শুনলে বোঝা যাবে সেটি শ্যুট করে দিয়েছে ক্যাটরিনা কাইফই। মাঝে তাঁকে বলতে শোনা যায়, 'বেবি লুক আপ'। সেই শুনে মুখ তুলেই হেসে ফেললেন ভিকি। অন্যদিকে বর আর শ্বশুরের কাণ্ড দেখে হেসে খুন ক্যাটরিনাও।
View this post on Instagram
ভিডিও পোস্ট করে শাম কৌশল লেখেন, 'হ্যাপি হোলি। নাচ শেখার চেষ্টা করছি। রব রাখা।'
প্রসঙ্গত, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ বিয়ে করেন ২০২১ সালের ডিসেম্বর মাসে, রাজস্থানে। তার আগে বছর দুয়েক ধরে তাঁরা গোপনে ডেটও করছিলেন। দোলের দিন সপরিবারে ছবি পোস্ট করেন ক্যাটরিনা। ফ্রেমে দেখা যায়, ভিকি কৌশল, শাম কৌশল, তাঁর স্ত্রী, ক্যাটরিনা কাইফ ও তাঁর বোনকে।
View this post on Instagram
প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফকে এরপর দেখা যাবে 'মেরি ক্রিসমাস' ছবিতে। এছাড়া তিন অভিনেত্রীকে নিয়ে তৈরি হবে 'জি লে জরা'। অন্যদিকে ভিকি কৌশল অভিনয় করছেন 'শাম বাহাদুর' ছবিতে। এছাড়া সারা আলি খানের সঙ্গে একটি ছবিও মুক্তির অপেক্ষায় তাঁর, যার নাম এখনও ঠিক হয়নি।