(Source: ECI/ABP News/ABP Majha)
Kaushik Sen Exclusive: অনেক রাত্রে অঞ্জনদাকে ফোন করে বললাম, 'সবাই তোমার গানগুলো গাইছি তাই..'
কাঞ্চনজঙ্ঘার কোলে ১৭ দিনের শ্যুটিং যেন করোনাকালের ঘরবন্দি জীবন থেকে মুক্তির স্বাদ। সেই সুস্বাদু শ্যুটিংয়ের গল্প এবিপি লাইভকে শোনালেন কৌশিক সেন।
কলকাতা: পাহাড়ের কোলে একসঙ্গে অনেকগুলো দিন শ্যুটিং, যেন ছুটির আমেজ। করোনার পর রাজর্ষী দে-র 'আবার কাঞ্চনজঙ্ঘা' শ্যুটিংয়ের সৌজন্যে একসঙ্গে কাজ করলেন কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীর মত একঝাঁক অভিনেতা অভিনেত্রী। কাঞ্চনজঙ্ঘার কোলে ১৭ দিনের শ্যুটিং যেন করোনাকালের ঘরবন্দি জীবন থেকে মুক্তির স্বাদ। সেই সুস্বাদু শ্যুটিংয়ের গল্প এবিপি লাইভকে শোনালেন কৌশিক সেন (Kaushik Sen)।
'আবার কাঞ্চনজঙ্ঘা' একটা পরিবারের গল্প। সেই পরিবারের বড় ছেলের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। তাঁর আমন্ত্রণেই 'অভিলাষ' বাড়িতে একত্রিত হয় গোটা পরিবারের সবাই। অভিনেতা বলছেন, 'আমার স্ত্রীয়ের ভূমিকায় রয়েছে বিদিপ্তা, বোন অর্পিতা আর ওঁর বর শাশ্বত। আমি বাড়ির সবচেয়ে বড়। আমার ভাইয়ের ভূমিকায় রয়েছে পদ্মনাভ, নিকি (গৌরব চক্রবর্তী)-রা। আমার চরিত্রটাকে পরিবারের সবাই সম্মান করে, পরিবারে তার অনেক অবদানও রয়েছে। কিন্তু চরিত্রটার মধ্যে কিছু সমস্যা-সংকটও রয়েছে। সেই জট খুলবে গল্পের সঙ্গে সঙ্গে।'
আরও পড়ুন:কাশ্মীরের বরফে ঘনিষ্ঠ ওম-শ্রাবন্তী, 'ভয় পেও না' -র নতুন গানের শ্যুটিং সারা
পাহাড়ের কোলে এতজন বন্ধু, শ্যুটিংয়ের বাইরে কেমন করে সময় কাটত? কৌশক বললেন, 'আমরা সবাই মোটামুটি একই বয়সের। করোনার পর এতদিন বাইরে শ্যুটিং যেন মুক্তির স্বাদ। আমরা ঠিক করোনার প্রথম ঢেউয়ের পরে দার্জিলিং গিয়েছিলাম। কাজের শেষে আড্ডা-গল্প তো ছিলই। একসঙ্গে দল বেঁধে গ্লেনারিজে যেতাম। একদিন আমি ঋদ্ধি আর রেশমির জন্য কেনাকাটা করব বলে বেরোলাম। অর্পিতা আমায় সাহায্য করতে এগিয়ে এল। ওর সঙ্গে মিলে শপিং করলাম। আরও একটা দিনের কথা মনে আছে.. রাত্রিবেলা সবাই বসে গান গাইছি। সবাই অঞ্জনদার (অঞ্জন দত্ত) গান গাইছে। শাশ্বত হঠাৎ বলল, তুই অঞ্জনদাকে একটা ফোন কর, তুই করলে ফোন তুলবে। সেই রাত্রে অঞ্জনদাকে ফোন করলাম আমি। উনি অবাক। বললাম, আপনার গান গাওয়াা হচ্ছে, তাই একবার কথা বলবে সবাই আপনার সঙ্গে। সবাই কথা বলল একবার করে। ভালো লেগেছিল বিষয়টা।'