KBC 15: আইকনিক থিম টিউনে বদল, নতুন 'লাইফলাইন' সংযোজন, নয়া রূপে আসছে বিগ বি-র 'কৌন বনেগা ক্রোড়পতি'
Kaun Banega Crorepati: জনপ্রিয় চ্যানেল সোনি টিভির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয় যা অনুষ্ঠানের আইকনিক থিম টিউন দিয়েই শুরু হয়, এবং সেখানে 'কেবিসি'র বিশালাকার সেটও দেখতে পাওয়া যায়।
নয়াদিল্লি: প্রায় এক দশক ধরে সেই গায়ে কাঁটা দেওয়া থিম টিউন (Theme Tune)। তারপরেই বিগ বি-র (Big B) ভারী গলায় শুরু অনুষ্ঠান, 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati 15)। এবার সেই চির পরিচিত টিউনে আসবে বদল। জনপ্রিয় ক্যুইজ শোয়ের ১৫তম সিজনে শোনা যাবে নতুন থিম এবং যোগ করা হবে নতুন 'লাইফলাইন'ও (Lifeline)।
'কৌন বনেগা ক্রোড়পতি'র চির পরিচিত টিউনে বদল!
সম্প্রতি সংবাদ সংস্থা আইএএনএসের তরফে বলা হয়েছে, 'অনুষ্ঠানের নতুন মরশুমে থাকবে নতুন লাইফলাইন। কেবিসির টিউনেও বদল হতে চলেছে, যুক্ত হবে বাঁশি, সেতারের মতো একাধিক বাদ্যযন্ত্রের সুর। এবং অবশ্যই শোয়ের সেটেও বদল দেখতে পাবেন দর্শক যা 'X'-এর আদলে তৈরি হবে। দুটো টানেল থাকলে নতুন ও ভিন্ন আলো দিয়ে সাজানো। টাইমারের নাম, যা এতদিন 'ডুগডুগিজি' নামে পরিচিত ছিল, তাও বদলে ফেলা হবে।'
জনপ্রিয় চ্যানেল সোনি টিভির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয় যা অনুষ্ঠানের আইকনিক থিম টিউন দিয়েই শুরু হয়, এবং সেখানে 'কেবিসি'র বিশালাকার সেটও দেখতে পাওয়া যায়। কালো স্যুটে প্রবেশ করেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), এবং তাঁকে বলতে শোনা যায়, '5G-র দ্রুততার সঙ্গে আপগ্রেড হয়ে, নতুন বেশে, নতুন দৌড়ে আপনাদের সকলকে স্বাগত। আরম্ভ করছি জ্ঞানদার, ধনদার ও শানদার কৌন বনেগা ক্রোড়পতি। নতুন শুরু।'
View this post on Instagram
প্রসঙ্গত, এই জনপ্রিয় অনুষ্ঠান 'হু ওয়ান্টস টু বি এ মিনিওনেয়ার?'-এর অফিসিয়াল হিন্দি সংস্করণ। শুরু থেকেই এই অনুষ্ঠানের সঞ্চালনা করে এসেছে বলিউডের শাহেনশাহ্। কেবলমাত্র তৃতীয় সিজনের সঞ্চালক হয়েছিলেন শাহরুখ খান। নতুন সিজনের রেজিস্ট্রেশন শুরু হয় ২৯ এপ্রিল।
আরও পড়ুন: Bigg Boss OTT: 'বিগ বস ওটিটি'র বাড়িতে হাজির প্রতিযোগীদের পরিবার, রইল আবেগঘন পর্বের ঝলক
অমিতাভ বচ্চনের লিরিক্যাল ন্যারেশনের সঙ্গে 'কেবিসি'র আইকনিক থিমে নতুন প্রাণ দান করেছেন সঙ্গীত পরিচালকদ্বয় রোহন ও বিনায়ক। বিগ বি-র গভীর ব্যারিটোন নতুন প্রোমোতে অন্য মাত্রা এনেছে। 'নয়ে অরমান, নয়ি মুসকান, নয়ে আসমান লিয়ে' এই অনুষ্ঠানের মঞ্চ তৈরি করেছে। অনুষ্ঠান যে একেবারে ঝাঁচকচকে নয়া অবতারে হাজির হবে তা বলাই বাহুল্য। ১৪ অগাস্ট রাত ৯টা থেকে এই অনুষ্ঠান দেখানো শুরু হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial