Amitabh Bachchan: কেবিসির মঞ্চে অমিতাভ বচ্চনের সঙ্গে উদ্ধত ব্যবহারের করে চূড়ান্ত সমালোচিত, ক্ষমা চাইল সেই ইশিত?
KBC: সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ইশিত ভট্টের নামে অ্যাকাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে ভাইরা করা হয়েছে ইশিতের বিভিন্ন ক্লিপিংস

কলকাতা: একটি এপিসোড আর কয়েকটা মাত্র প্রশ্ন, তাতেই যেন জীবন বদলে গিয়েছে গুজরাতের গান্ধীনগরের এই বছর দশেকের ছেলে ইশিত ভট্টের। তাঁর নাম এখন ঘুরছে মুখে মুখে, তবে ইতিবাচকভাবে নয়, নেতিবাচক ভাবে। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)-এর সঙ্গে, হট সিটে বসে 'কোন বনেগা ক্রোড়পতি' খেলেছে ইশিত। ক্লাস ফাইভের ইশিত প্রথম থেকে একের পর এক প্রশ্নের উত্তর ঠিক দিলেও, দর্শকদের চোখে লেগেছে বয়োজ্যোষ্ঠ অভিনেতার সঙ্গে তাঁর কথা বলার ভঙ্গি। দর্শকদের ইশিতের বাচনভঙ্গি ভীষণ উদ্ধত বলেই মনে হয়েছে। প্রথম থেকেই ইশিত অমিতাভ বচ্চনের থেকে নিয়ম বুঝতে চায়নি। এরপরে প্রশ্নের উত্তরে অপশন পর্যন্ত নিতে চায়নি। এইভাবে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর সে ঠিক দিলেও, শেষরক্ষা হয়নি। প্রশ্নের ভুল উত্তর দিয়ে খালি হাতেই ফিরতে হয় ইশিতকে। তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে ইশিতের বিভিন্ন ক্লিপিংস। ভাইরাল হয়ে যায় ক্লাস ফাইভের শিশু। আর এবার, পরিস্থিতি সামাল দিতে, ক্ষমা চাইল সেই 'ভাইরাল' ইশিত!
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ইশিত ভট্টের নামে অ্যাকাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে ভাইরা করা হয়েছে ইশিতের বিভিন্ন ক্লিপিংস। তবে কোনও প্রোফাইলই ভেরিফায়েড নয়। তেমনই, ইশিত ভট্ট অফিশিয়াল বলে একটি পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি AI ভিডিও। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ভিডিওতে দেখা যাচ্ছে, ইশিত হনুমানজীর মূর্তির সামনে বসে প্রণাম করছে। সেখানে লেখা, 'হ্যালো সবাইকে.. আমি কোন বনেগা ক্রোড়পতিতে আমার ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। আমি জানি, অনেক মানুষের আমার ব্যবহার খারাপ লেগেছে, আপনারা হতাশ হয়েছেন, আমার কথা বলার ভঙ্গিতে কষ্ট পেয়েছেন। আমি সেই সমস্ত ব্যবহার নিয়ে এখন আফশোস রয়েছে।'
এই প্রোফাইল থেকে ইশিতের বয়ানে আরও লেখা হয়েছে, 'আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম আর নিজের স্নায়ুর ওপর আমার কোনও নিয়ন্ত্রণই ছিল না। আমার কাউকে অপমান করার কোনও ইচ্ছা ছিল না। আমি অমিতাভ বচ্চন স্যার আর কেবিসি-কে যথেষ্ট সম্মান করি। আমি একটা অনেক বড় শিক্ষা পেয়েছি, এমন একটা বড় প্ল্যাটফর্মে কীভাবে কথা বলা উচিত, এতে আপনি মানুষটা কেমন সেটা ফুটে ওঠে। কথা দিচ্ছি, আমি ভবিষ্যতে আরও নম্র, আরও কোমল ব্যবহারের আরও চিন্তাশীল একজন মানুষ হয়ে উঠব। সবাই আমার পাশে থাকবেন। '























