এক্সপ্লোর
ছবি মুক্তির এখনও দেরি, তারকাসুলভ দেমাক দেখাতে শুরু করেছেন সারা আলি খান
মুম্বই: কেদারনাথ ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন সেফ আলি খানের মেয়ে সারা আলি খান। কিন্তু এখনই তাঁর দেমাক আর তারকাসুলভ হাবভাব নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে।
ছবির কাজ চলছে উত্তরাখণ্ডে। প্রতিদিনই নাকি সেটে দেরি করে আসছেন সারা। তারপর নিজের লুক নিয়েও মাথাব্যথা প্রয়োজনের তুলনায় বেশি। সারাক্ষণ পড়ে রয়েছেন পোশাক আর মেকআপ নিয়ে। ফলে শ্যুটিংয়ের জন্য তৈরি হতেও তাঁর দেরি হচ্ছে।
এছাড়া অসংখ্যবার মেকআপ বদলাচ্ছেন তিনি। বারবার নিজের ছবি তুলছেন, তা কাউকে পাঠিয়ে দিয়ে মতামত চাইছেন। যা উত্তর আসছে, তার ভিত্তিতে ফের বলছেন, মেকআপ বদলাতে। ফলে শ্যুটিংয়ে অস্বাভাবিক দেরি হচ্ছে।
বলিউডের তারকাদের মধ্যে সেটে দেরি করে আসা ফ্যাশন, তা সকলের জানা। কিন্তু একটা ছবিও মুক্তি পাওয়ার আগে সারার হাবভাব দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। কেদারনাথের পরিচালক অভিষেক কপূর নাকি সারাকে বোঝাতে গিয়েছিলেন। কিন্তু শোনেননি তিনি, এখনও দেরিতেই আসছেন সেটে।
বলিউড সম্পর্কে ওয়াকিবহাল মহল জানাচ্ছে, সারা একটু ভুল সময়ে জন্মেছেন। বছর ২০-২৫ আগে এখানে পা দিলে হয়তো ইচ্ছেমত মেজাজ দেখাতে পারতেন তিনি। কিন্তু এখন বলিউডে পেশাদারিত্বই সব। অতএব হয় তাঁকে নিজের অ্যাটিটিউড বদলাতে হবে, তা না হলে লুক নিয়ে খুঁতখুতানি ছাড়তে হবে। আর দুটোর কোনওটাই ছাড়তে না পারলে ছাড়তে হবে লাইট ক্যামেরা অ্যাকশনের মোহ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement