এক্সপ্লোর
Advertisement
ভক্তের হয়ে কেরলের বন্যাত্রাণে ১ কোটি টাকা দিলেন সুশান্ত সিংহ রাজপুত
নয়াদিল্লি: ভক্তের হয়ে কেরলের মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে ১ কোটি টাকা দিলেন সুশান্ত সিংহ রাজপুত। ইনস্টাগ্রামে অর্থদানের ছবি পোস্ট করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা।
শুভম রাজন নামে তাঁর সেই অনুরাগী ইনস্টাগ্রাম পোস্টে সুশান্তকে ট্যাগ করে লেখেন, তিনি কেরলের বিপন্ন, অসহায় মানুষজনের জন্য ডোনেশন দিতে চান, কিন্তু পর্যাপ্ত অর্থ নেই বলে পারছেন না। তাঁকে বিস্মিত করে সুশান্ত এগিয়ে আসেন তাঁর হয়ে অর্থসাহায্য দিতে।
ইনস্টাগ্রাম পোস্টে ‘কাই পো চে’, ‘এমএস ধোনি, দি আনটোল্ড স্টোরি’-র অভিনেতা শুভমকেই এজন্য কৃতিত্ব দিয়ে লেখেন, আমার বন্ধু @subhamranjan66 কে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলাম। তুমি যা চেয়েছিলে, সেটাই হয়েছে। তুমিই আমায় দিয়ে এটা করালে, তাই নিজেকে বিরাট গর্বিত ভাবা উচিত তোমার। ঠিক প্রয়োজনের মূহূর্তেই তুমি নজর টেনেছ। অসংখ্য ধন্যবাদ তোমায়।
১ কোটি টাকা যাতে ঠিকঠাক বিপদে পড়া আর্ত কেরলবাসীর কাছে পৌঁছয়, তাও তিনি সুনিশ্চিত করবেন বলে উল্লেখ করেছেন সুশান্ত।
সুশান্ত একা নন, প্রায় গোটা বলিউডই নজিরবিহীন বিপর্যয় মোকাবিলায় কেরলের পাশে দাঁড়িয়েছে। শাহরুখ খান, কমল হাসানের মতো তারকারা এগিয়ে এসেছেন। সাহায্য আসছে দেশি-বিদেশি নানা সংস্থার পক্ষ থেকেও। তবে সুশান্ত যেভাবে ভক্তের আবেদনে সাড়া দিলেন, কৃতিত্বটুকুও তাঁকেই দিলেন, তা সত্যিই সচরাচর দেখা যায় না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement