![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mohan Juneja Death: প্রয়াত 'কেজিএফ' অভিনেতা মোহন জুনেজা
Mohan Juneja: প্রায় এক দশক ধরে কমেডিয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়া তামিল, তেলুগু, মালয়লম ও হিন্দি মিলিয়ে প্রায় ১০০-এর বেশি ছবিতে কাজ করেছেন। সম্প্রতি তিনি 'কেজিএফ: চ্যাপ্টার ২'-এ অভিনয় করেছেন।
![Mohan Juneja Death: প্রয়াত 'কেজিএফ' অভিনেতা মোহন জুনেজা KGF 2 Actor Mohan Juneja Dies at 54 Makers of Yash Starrer Pay Tribute Mohan Juneja Death: প্রয়াত 'কেজিএফ' অভিনেতা মোহন জুনেজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/07/8f255a6c6b87763f825967ec73362b93_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: শনিবার অর্থাৎ আজ সকালে, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দক্ষিণী অভিনেতা (Actor) ও কমেডিয়ান (Comedian) মোহন জুনেজা (Mohan Juneja)। সম্প্রতি তিনি 'কেজিএফ: চ্যাপ্টার ২'-তেও (KGF: Chapter 2) অভিনয় করেছেন। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ 'কেজিএফ' পরিবার ও সিনেপ্রেমীরা।
কী হয়েছিল অভিনেতার?
প্রয়াত অভিনেতা মোহন জুনেজা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল, কিন্তু শেষরক্ষা হল না। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে মারা গেলেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। শোনা যাচ্ছে, তাঁর লিভারে সমস্যা ছিল।
প্রায় এক দশক ধরে কমেডিয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছেন মোহন। এছাড়া তামিল, তেলুগু, মালয়লম ও হিন্দি মিলিয়ে প্রায় ১০০-এর বেশি ছবিতে কাজ করেছেন। সম্প্রতি তিনি 'কেজিএফ: চ্যাপ্টার ২'-এ অভিনয় করেছেন। 'কেজিএফ'-এর প্রথম ছবিতেও ছিলেন তিনি। এছাড়া একাধিক ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। তাঁর অনুরাগীরা তাঁকে 'চেল্লাটা' ছবি দিয়ে মনে রাখে।
অভিনেতা গণেশ শোকপ্রকাশ করেছেন মোহন জুনেজার প্রয়াণে। ট্যুইট করে লিখেছেন, 'ওম শান্তি'। আজই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।
Om Shanthi 🙏🙏🙏 pic.twitter.com/mrksX2t7CO
— Ganesh (@Official_Ganesh) May 7, 2022
কে এই মোহন জুনেজা?
মোহন কর্ণাটকের তুরুভেকেরে জেলার বাসিন্দা ছিলেন। তিনি বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। বাবা সিভিল ইঞ্জিনিয়ার এবং তাই তিনি বিভিন্ন জায়গা থেকে তাঁর স্কুলিং করেছেন। যদিও পড়ালেখায় তাঁর বিশেষ আগ্রহ ছিল না। তিনি একবার বলেছিলেন, 'আমার বাবা চেয়েছিলেন আমি তাঁর মতো একজন ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমি পড়াশোনায় খুব খারাপ ছিলাম।'
আরও পড়ুন: Lock Upp: আইনি জটিলতায় একতা কপূরের অনুষ্ঠান 'লক আপ'
তিনি সবসময় সিনেমার প্রতি আগ্রহী ছিলেন এবং দিনে তিনটি ছবি দেখতেন। পরে, তিনি শিল্প ও থিয়েটার বোঝার জন্য নাটকের স্কুলে যোগ দেন। শঙ্কর নাগের 'ওয়াল পোস্টার' দিয়ে তাঁর অভিনয়ে অভিষেক হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)