![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Yash: এই বলিউড নায়িকার বিপরীতে কাজের ইচ্ছাপ্রকাশ 'কেজিএফ' তারকা যশের
এক সাক্ষাৎকারে সম্প্রতি 'কেজিএফ' অভিনেতা যশ জানালেন বলিউডের কোন নায়িকার সঙ্গে তিনি কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। যদি তাঁকে সুযোগ দেওয়া হয়, তাহলে সেই নায়িকার বিপরীতে অভিনয় করে বলিউডে ডেবিউ করতে চান তিনি
![Yash: এই বলিউড নায়িকার বিপরীতে কাজের ইচ্ছাপ্রকাশ 'কেজিএফ' তারকা যশের 'KGF' Star Yash Expresses His Desire To Work With Deepika Padukone, Make His Hindi Debut With The Actress, know in details Yash: এই বলিউড নায়িকার বিপরীতে কাজের ইচ্ছাপ্রকাশ 'কেজিএফ' তারকা যশের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/20/b90d928231257b60e9d7923aff3ec0c8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মুক্তি পেতেই বক্স অফিসে কার্যত সুনামি তৈরি করেছে 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF: Chapter 2)। একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে। ছবির প্রথম পর্যায় মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের প্রত্যাশা বেড়ে যায় এই ছবিকে কেন্দ্র করে। আর সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটল 'কেজিএফ চ্যাপ্টার টু' মুক্তি পেতেই। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। এক সাক্ষাৎকারে সম্প্রতি 'কেজিএফ' অভিনেতা যশ (Yash) জানালেন বলিউডের কোন নায়িকার সঙ্গে তিনি কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। যদি তাঁকে সুযোগ দেওয়া হয়, তাহলে সেই নায়িকার বিপরীতে অভিনয় করে বলিউডে ডেবিউ করতে চান তিনি।
বলিউডে কাজের ইচ্ছা প্রকাশ 'কেজিএফ' অভিনেতা যশের-
খ্যাতির শীর্ষে রয়েছেন দক্ষিণী তারকা যশ। একদিকে যখন একাধিক অভিনেত্রী তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন। অন্যদিকে তিনিও এক বলিউড অভিনেত্রীর সঙ্গে কাজ করার অপেক্ষা করছেন। সেই অভিনেত্রী আর কেউ নন, নান আদার দ্যান দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বলিউডে 'রাম লীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' ও আরও অনেক ছবিতে অভিনয় করে দর্শকদের প্রিয় নায়িকা হয়ে উঠেছেন দীপিকা। তবে, শুধু দর্শকদেরই নয়, তিনি পছন্দ অনেক তারকারও। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য ইচ্ছা প্রকাশ করেন অনেকেই। এবার সেই তালিকায় যোগ হল 'কেজিএফ' তারকা যশের নামও। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন যে, যদি সুযোগ দেওয়া হয়, তাহলে দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করতে চান তিনি। আর তাঁর বিপরীতে অভিনয় করেই বলিউডে পা রাখতে চান অভিনেতা।
আরও পড়ুন - Sonam Kapoor Updates: সোনম কপূরের চুরি হওয়া গয়না কেনা ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া আদালত
প্রসঙ্গত, ১৪ এপ্রিল মুক্তির পর থেকেই কোটির কোঠা পেরিয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবির ব্যবসা। দ্বিতীয় দিনে সর্বোচ্চ ব্যবসা করা ছবি এটি। এবার নতুন পালক ছবির মুকুটে। হিন্দ বলয়ে (Hindi Belt) পঞ্চম দিনে সর্বোচ্চ ২৫৯ কোটি টাকার ব্যবসা করেছে 'কে জি এফ: চ্যাপ্টার ২'। প্রশান্ত নীল (Prashanth Neel) পরিচালিত ও যশ (Yash) অভিনীত 'কে জি এফ' ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে, কন্নড় (Kannad), তামিল (Tamil), তেলুগু (Telugu), মালয়লম (Malayalam) ও হিন্দি (Hindi)। শুধু দক্ষিণ ভারতেই নয়, উত্তর ভারত ও হিন্দ বলয়েও অসামান্য ব্যবসা করে চলেছে এই ছবি এবং সেই ধারা অব্যাহত পঞ্চম দিনেও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)