(Source: ECI/ABP News/ABP Majha)
Sonam Kapoor Updates: সোনম কপূরের চুরি হওয়া গয়না কেনা ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া আদালত
দেব বর্মা। দিল্লির এক অলঙ্কার ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনিই সোনম-আনন্দের বাড়ি থেকে চুরি হওয়া গয়না কিনেছেন। এবার ওই অলঙ্কার ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল দিল্লি আদালত।
নয়াদিল্লি: গত ৯ এপ্রিল জানা যায় যে, বলিউড অভিনেত্রী সোনম কপূর (Sonam Kapoor) ও তাঁর স্বামী আনন্দ আহুজার দিল্লির বাড়ি থেকে নগদ ও সোনার গয়না মিলিয়ে প্রায় দেড় কোটি টাকার চুরি হয়ে গিয়েছে। অভিনেত্রীর পরিবারের সদস্যরা তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীকালে জানা যায়, এই ঘটনায় জড়িত ওই বাড়িতে কর্মরত এক নার্স ও তার স্বামী। তদন্তের পুলিশ তাদের গ্রেফতারও করে। সামনে আসে আরও তথ্য। জানা যায়, সোনম কপূরের শ্বশুরবাড়ি থেকে গয়না চুরির পর এক ব্যবসায়ীকে বিক্রি করে ওই দম্পতি। চুরি করা গয়না কেনা অলঙ্কার ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল দিল্লি আদালত।
চুরি যাওয়া গয়না কেনার অপরাধে অভিযুক্ত দিল্লির অলঙ্কার ব্যবসায়ী দেব বর্মা-
দেব বর্মা। দিল্লির এক অলঙ্কার ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনিই সোনম কপূর ও আনন্দ আহুজার বাড়ি থেকে চুরি হওয়া গয়না কিনেছেন। দিল্লি পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল যে, ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০০টি হিরে, ৬টি সোনার চেন, হিরের বালা, কানের দুল, ব্রেসলেট, পিতলের মুদ্রাসহ প্রায় এক কোটি টাকার গয়না উদ্ধার হয়। আজ দেব বর্মা নামে দিল্লির ওই অলঙ্কার ব্যবসায়ীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখনও পর্যন্ত বেশ কিছু গয়না পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন - Indian Police Force Teaser: ওয়েব সিরিজে আত্মপ্রকাশ রোহিত শেট্টির, প্রথমবার পুলিশের চরিত্রে বলিউডের এই নায়ক
এই প্রসঙ্গে অলঙ্কার ব্যবসায়ী দেব বর্মার আইনজীবীদের বক্তব্য, তাঁর মক্কেল পারিবারিক সূত্রে অলঙ্কার ব্যবসায়ী। গত ৩০ বছর ধরে তাঁরা এই ব্যবসার সঙ্গে যুক্ত। যে গয়না তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে, তার সঙ্গে সোনম কপূর ও আনন্দ আহুজার বাড়ির চুরির ঘটনার কোনও যোগ নেই।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি সোনম কপূরের শ্বশুরবাড়ির পক্ষ থেকে চুরির অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার তদন্তে সামনে আসে অপর্ণা রুথ উইলসন নামে এক নার্সই অভিযুক্ত। অভিনেত্রীর শাশুড়িকে দেখাশোনা করত ওই মহিলা। সে এবং তার স্বামী নরেশ কুমার সাগর মিলে আহুজা বাড়ি থেকে বেশ কিছুদিন ধরেই গয়না চুরি করেছে। আর সেই গয়না তারা বিক্রি করেছে দেব বর্মা নামে ওই অলঙ্কার ব্যবসায়ীর কাছে।